বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের আজকের দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ে সিদ্ধান্ত নিয়েছে মিনিস্টার গ্রুপ রাজশাহী। টসে হেরে ব্যাট করতে নেমে দারুন খেলছে দুই ওপেনারের সৌম্য সরকার এবং লিটন দাস।
দুই জনই তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি। ৪০ বলে ২ টিচার এবং ৩টি ছক্কায় সাহায্যে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন সৌম্য সরকার। অন্য প্রান্তে ৩৮ বলে ৫ টিচার এবং ১টি ছক্কায় সাহায্যে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন লিটন দাস।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৩.১ ওভারে ০ উইকেটে ১০৭ রান সংগ্রহ করেছে গাজীপুর চট্টগ্রাম।
গাজী গ্রুপ চট্টগ্রাম: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সৌম্য সরকার, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, শামসুর রহমান শুভ, জিয়াউর রহমান, নাহিদুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, রকিবুল হাসান।
মিনিস্টার গ্রুপ রাজশাহী: আরাফাত সানি, ফজলে মাহমুদ রাব্বি, নুরুল হাসান সোহান, সানজামুল ইসলাম, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান, মুকিদুল ইসলাম মুগ্ধ, রেজাউর রহমান রাজা, আনিসুল ইসলাম ইমন, মোহাম্মদ সাইফউদ্দিন।