বাঁচা-মরার ম্যাচে আগামীকাল চট্টগ্রামের মুখোমুখি হচ্ছে রাজশাহী। দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টই আগামীকাল বাঁচা-মরার ম্যাচে গাজী গ্রুপ চট্টগ্রামের মুখোমুখি হচ্ছে মিনিস্টার গ্রুপ রাজশাহী। ইতিমধ্যেই পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে প্লে অফ নিশ্চিত করেছে গাজী গ্রুপ চট্টগ্রাম। অন্যদিকে আগামীকালকে এই ম্যাচটা অনেক গুরত্বপূর্ণ মিনিস্টার গ্রুপ রাজশাহীর জন্য।

প্লে অফে উঠতে হলে আগামী কালকের ম্যাচে অবশ্যই জয় লাভ করতে হবে রাজশাহীকে। আগামীকাল এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২:৩০ মিনিটে। সরাসরি দেখা যাবে টি স্পোর্টস চ্যানেলে।

গাজী গ্রুপ চট্টগ্রামের সম্ভাব্য একাদশ : মোহাম্মদ মিঠুন (অধিনায়ক, উইকেটোরক্ষক), সৌম্য সরকার, সৈকত আলি, শামসুর রহমার শুভ, মাহমুদুল হাসান জয়, মোসাদ্দেক হোসেন সৈকত, জিয়াউর রহমান, নাহিদুল ইসলাম, রুয়েল মিয়া, মেহেদি হাসান ও সঞ্জিত সাহা।





মিনিস্টার গ্রুপ রাজশাহীর সম্ভাব্য একাদশ: রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), শেখ মেহেদী হাসান, জাকের আলী, মুকিদুল ইসলাম, আনিসুল ইসলাম ইমন, মোহাম্মদ সাইফউদ্দিন, ফরহাদ রেজা, আরাফাত সানি, ফজলে মাহমুদ, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক)।