বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্লে-অফ খেলতে হলে যা করতে হবে তামিম ইকবালের দল ফরচুন বরিশালকে

আগামীকাল শেষ হচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলা। এখন পর্যন্ত বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্লে-অফ নিশ্চিত করেছে তিনটি দল। দল তিনটি হলো গাজী গ্রুপ চট্টগ্রাম, জেমকন খুলনা এবং বেক্সিমকো ঢাকা। তবে এখনো প্লে-অফের চতুর্থ দল নিশ্চিত হয়নি। সেই কারণে তাকিয়ে থাকতে হবে আগামী কালকের দুটি ম্যাচে দিকে।





বরিশাল এবং রাজশাহীর দলের মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে রাজশাহী। অন্যদিকে অনেক কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে তামিম ইকবালের দল ফরচুন বরিশাল।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের পয়েন্ট টেবিলের একদম তলানিতে অবস্থান করছে তামিম ইকবালের দল ফরচুন বরিশাল। টুর্নামেন্টের সাত ম্যাচে মাত্র দুটি ম্যাচে জয়লাভ করেছে ফরচুন বরিশাল।

পয়েন্ট টেবিলের একদম তলানিতে থাকলেও এখনও প্লে-অফে খেলার সুযোগ আছে তামিম ইকবালদের সামনে। আগামীকাল শেষ হচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের গ্রুপ পর্বের খেলা।

সেখানে দ্বিতীয় ম্যাচে সন্ধ্যায় বেক্সিমকো ঢাকার মুখোমুখি হবে ফরচুন বরিশাল। এই ম্যাচে জয়লাভ করতে পারলেই প্লে-অফে খেলা আশা টিকে থাকবে তামিম ইকবালের দলের। তবে সে ক্ষেত্রে তাদের তাকিয়ে থাকতে হবে আগামী কালকের প্রথম ম্যাচের দিকে।

আগামীকাল বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে গাজী গ্রুপ চট্টগ্রামের মুখোমুখি হবে মিনিস্টার গ্রপ রাজশাহী। এখন পর্যন্ত এই টুর্নামেন্টে সাত ম্যাচের মধ্যে ২ ম্যাচে জয়লাভ করেছে রাজশাহী।

তবে বরিশালের থেকে রানরেট পয়েন্টে অনেক এগিয়ে রয়েছে মিনিস্টার গ্রুপ রাজশাহী। যদি তারা আগামী কাল গাজী গ্রুপ চট্টগ্রামকে হারিয়ে দিতে পারে তাহলে চতুর্থ দল হিসাবে প্লে-অফে উঠে যাবে মিনিস্টার গ্রুপ রাজশাহী।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের পয়েন্ট টেবিলে মিনিস্টার গ্রুপ রাজশাহীর নেট রানরেট পয়েন্ট (-০.২৬৩)। এবং বরিশালের (-০.৪৩৫)।

যদি আগামীকাল গাজী গ্রুপ চট্টগ্রাম রাজশাহী হারাতে পারে তাহলে প্লে-অফ তাদের নিশ্চিত। অন্যদিকে মাত্র একটি উপায়ে এখনো প্লে-অফ খেলতে পারে বরিশাল। সে ক্ষেত্রে তাদের তাকিয়ে থাকতে হবে আগামী কালকের প্রথম ম্যাচে যেদিকে।





যদি আগামীকাল প্রথম ম্যাচে গাজী গ্রুপ চট্টগ্রামের কাছে মিনিস্টার গ্রুপ রাজশাহী হেরে যায় এবং দ্বিতীয় ম্যাচে বেক্সিমকো ঢাকার বিপক্ষে তামিম ইকবালের দল জয়লাভ করে তাহলেই প্লে-অফে খেলতে পারবে তামিম ইকবালের।