চার-পাঁচ বছর পর বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক হবে নাজমুল হোসেন শান্ত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সেরা প্রতিভাবান ক্রিকেটারদের মধ্যে একজন টপ অর্ডার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। অনূর্ধ্ব ১৫ দল থেকেই বিশেষ বিবেচনায় আছেন তিনি। সামনেও তাকে নিয়ে অনেক বড় পরিকল্পনা আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের।





ইতিমধ্যেই একজনে পরিণত অধিনায়ক হিসেবে নিজেকে তুলে ধরেছেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ এ দল, বাংলাদেশ এইচপি দল, বাংলাদেশ ইমাজিং দল সহ আরো কয়েকটি দলের অধিনায়ক দায়িত্ব পালন করেছেন নাজমুল হোসেন শান্ত।

বর্তমানে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি লিগের ফরচুন বরিশাল দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন নাজমুল হোসেন। তার আগে বিসিবি প্রেসিডেন্ট কাপে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন তিনি। তাইতো তরুণ এই ব্যাটসম্যানের মাঝে ভবিষ্যৎ বাংলাদেশ অধিনায়কের ছবি দেখছেন মোহাম্মদ সাইফউদ্দিন।

বয়সভিত্তিক পর্যায় থেকেই শান্তর নেতৃত্ব উপভোগ করে আসছেন মোহাম্মদ সাইফুদ্দিন। অনূর্ধ্ব ১৫ দল থেকে খেলে আসছেন এই দুই ক্রিকেটার। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টই এখন পর্যন্ত সেরা ব্যাটসম্যান তিনি।

সর্বোচ্চ রান, স্ট্রাইকরেট ও ছয়ের মারে আসরটির এখন পর্যন্ত সেরা তিনিই। ব্যাটসম্যান হিসেবে তো বন্দনা চলছেই, অধিনায়কত্বও প্রশংসিত হচ্ছে।

নাজমুল হোসেন শান্ত কে নিয়ে তার সতীর্থ অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন বলেন, “কোনো সন্দেহ নেই। সে(শান্ত) একজন ফাইটার ক্রিকেটারই নয়, একজন ফাইটার অধিনায়কও। মাঠে ও যেভাবে ফিল্ডিং সাজায়, অধিনায়কত্ব করে এবং গোটা দলকে অনুপ্রেরণা যোগায়, সেটা সত্যিই প্রশংসনীয়।’

‘আমরা অনূর্ধ্ব-১৫ দল থেকে ওকে দেখে আসছি। সেই ২০১০ সাল থেকে। ও আর (মেহেদী হাসান) মিরাজ একসঙ্গে ছিল। ওই সময় হয়ত মিরাজ বেশি নেতৃত্ব দিত। কিন্তু মিরাজ চোটে থাকলে বা অসুস্থতার কারণে কোনো ম্যাচ খেলতে না পারলে শান্তই বেশিরভাগ সময় অধিনায়কত্ব করত।’

‘আসলে আমরা মিরাজ ও শান্ত দুজনের নেতৃত্বই ছোটবেলা থেকে উপভোগ করতাম। শান্ত যেভাবে ব্যাটিং করছে, যদি সে ধারাবাহিক থাকে, চার-পাঁচ বছর পর (জাতীয় দলের) নেতৃত্ব হয়তো সে-ই পাবে। যদি দেখেন, হাই-পারফরম্যান্স দল, ‘এ’ দল, সব জায়গায় সে নেতৃত্ব দিয়েছে”।





“নিশ্চয়ই ওর মধ্যে নেতৃত্বগুণ আছে বলেই দায়িত্ব পাচ্ছে। এখনও কিন্তু সে মাঠে অসাধারণ অধিনায়কত্ব করছে, কিন্তু ম্যাচের ফল হয়তো আমাদের দিকে আসছে না। মাঠের ভিতরে-বাইরে মিলিয়ে ও যেভাবে সবাইকে উৎসাহ দিয়ে যাচ্ছে, সেটা অসাধারণ।”