সৌম্য সরকারের দুর্দান্ত ব্যাটিংয়ে টুর্নামেন্টের ষষ্ঠ জয় তুলে নিল গাজী গ্রুপ চট্টগ্রাম

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের ষষ্ঠ জয় তুলে নিল গাজী গ্রুপ চট্টগ্রাম। টসে হেরে ব্যাট করতে নেমে চট্টগ্রামকে ১৫১ রানের টার্গেট দেয় বরিশাল। জবাবে সৌম্য সরকারের দুর্দান্ত ব্যাটিংয়ে ৭ উইকেটে জয় লাভ করেছে গাজী গ্রুপ চট্টগ্রাম।

টসে হেরে ব্যাটিং করতে নেমে দুর্দান্ত শুরু করেছে বরিশালের দুই ওপেনার ব্যাটসম্যান তামিম ইকবাল এবং সাইফ হাসান।

৩০ বলে ৬ টি চার এবং দুটি ছক্কার সাহায্যে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন সাইফ হাসান। কোনো উইকেট না হারিয়েই দুজনে ১০ ওভারে করে ফেলেন ৮৪। পরের ওভারেই ৩৩ বলে ৪৬ রান করে আউট হন সাইফ হাসান।

সাইফের ইনিংসটি সাজানো ছিল ৬টি চার ও ২টি ছয়ের মারে। সাইফের আউটের পরেই যেন ছন্দপতন ঘটে বরিশালের। ১৫ রানের ব্যবধানে (১০০-১১৫) দলটি হারায় তামিম-ইমন-হৃদয়ের উইকেট। ৫টি চারের মারে তামিমের ব্যাট থেকে আসে ৩৩ বলে ৪৩ রান।

আগের ম্যাচে সেঞ্চুরি করা ইমন ফেরেন ১০ বলে ১৪ করে। ৮ বল খেলে চার রানের বেশি করতে পারেননি তৌহিদ হৃদয়। তবে আফিফ হোসেন ১৬ বলে ২৮ রানের ক্যামিওতে দলকে নিয়ে যান দেড়শর কাছে। অপরাজিত ২৮ রানের ইনিংসে ৩টি চার ও ১টি ছয়ের মার ছিল। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৯ রান করে বরিশাল।





চট্টগ্রামের হয়ে সবচেয়ে কম খরুচে বোলিং করেন মোসাদ্দেক হোসেন। চার ওভারে ১৬ রান দিয়ে নেন দুই উইকেট। এ ছাড়া সঞ্জিত সাহা ও জিয়াউর রহমানের ঝুলিতে জমা হয় দুটি করে উইকেট।

১৫১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৭৯ রানের পার্টনারশিপ গড়ে তোলেন সৌম্য সরকার এবং সৈকত আলী। ৩৩ বলে বলে ৬ টি চার এবং একটি ছক্কার সাহায্যে ৩৯ রান করে মেহেদী হাসান মিরাজের বলে প্যাভিলিয়নে ফেরেন সৈকত আলী।

অন্য প্রান্ত থেকে ৩২ বলে এই টুর্নামেন্টের প্রথম হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন সৌম্য সরকার। ৩৭ বলে ৭ টিচার এবং তিনটি ছক্কা সাহায্যে ৬২ রান করে সুমন খানের বলে আউট হন সৌম্য সরকার। এরপর এই মাত্র ৩ রান করে সুমন খানের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন মোহাম্মদ মিঠুন।

তবে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন মাহমুদুল হাসান জয় এবং মোসাদ্দেক হোসেন। মাহমুদুল হাসান করেন ৩২ রান এবং মোসাদ্দেক হোসেন সৈকত করেন ১২ রান।

গাজী গ্রুপ চট্টগ্রাম একাদশ : মোহাম্মদ মিঠুন (অধিনায়ক, উইকেটোরক্ষক), সৌম্য সরকার, সৈকত আলি, শামসুর রহমার শুভ, মাহমুদুল হাসান জয়, মোসাদ্দেক হোসেন সৈকত, জিয়াউর রহমান, নাহিদুল ইসলাম, রুয়েল মিয়া, মেহেদি হাসান ও সঞ্জিত সাহা।





ফরচুন বরিশাল একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), সাইফ হাসান, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, সালাউদ্দিন শাকিল, সুমন খান, আফিফ হোসেন ধ্রুব, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর (উইকেটরক্ষক), পারভেজ হোসেন ইমন, কামরুল ইসলাম রাব্বি।