বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে দ্বিতীয় দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে জেমকন খুলনা। এই দলের হয়ে খেলছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে এই টুর্নামেন্টে বল হাতে প্রতিটি ম্যাচে দুর্দান্ত করলেও এখনো ব্যাট হাতে বলার মতো কোনো ইনিংস খেলতে পারেননি সাকিব আল হাসান।
৮ ম্যাচে ৫ উইকেটের পাশাপাশি ব্যাট হাতে নিয়েছেন ৮২ রান। খুব দ্রুতই নিজের সেরা ফর্মে ফিরবেন বলে আশা করছেন সাকিব আল হাসান। আজ ম্যাচ শেষে সাকিব আল হাসান বলেন, “কবে ফিরবো জানিনা। দেখি কত দ্রুত কামব্যাক করা যায়। চেষ্টা থাকবে যেন ভালো করতে পারি। বাকিটা দেখা যাক”
“টি-টোয়েন্টি যেহেতু মোমেন্টামের খেলা তিনদিনে (প্লে-অফের আগে বিরতি) একটা প্রভাব পড়তেই পারে। সুতরাং আমরা আবার রি-গ্রুপ করে নতুন করে শুরুর চেষ্টা করবো। যেহেতু একটা ম্যাচের ব্যাপার, আমরা যদি ভালো ক্রিকেট খেলতে পারি তাহলে ভালো ফল সম্ভব।’
প্লে-অফ নিশ্চিত করলেও আজ বেক্সিমকো ঢাকার বিপক্ষে ২০ রানে হেরেছে খুলনা। মূলত ব্যাটসম্যানদের ব্যাটিং ব্যর্থতার কারণেই আজ ম্যাচ হেরেছে জেমকন খোলা। জহুরুল ইসলাম অমি এবং মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়া টপ অর্ডারে আর কোন ব্যাটসম্যান রান করতে পারিনি। ম্যাচে নিজেদের দুর্বলতা তুলে ধরতে গিয়ে সাকিব যোগ করেন,
“আমার মনে হয় উইকেট খুবই ভালো ছিল। দেখেন নিয়মিত উইকেট হারানোর পরও আমরা কত ১৬-১৭ রানে হেরেছি । আমরা যদি একটা বড় জুটি গড়তে পারতাম বা শুরুটা ভালো করতে পারতাম যা আমরা পারিনি। পাওয়ার প্লের ৬ ওভারে আমরা ভালো ব্যাটিং করিনি। ওটা করতে পারলে ম্যাচটা আরও ভালো অবস্থায় যেতে পারতো লাস্ট দুই ওভারে আমাদের হাতে যদি উইকেট থাকতো।”