রবিউল ইসলাম রবির ৫ উইকেটে খুলনাকে ২০ রানে হারিয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্লে-অফ নিশ্চিত করল বেক্সিমকো ঢাকা

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের আজকের প্রথম ম্যাচে জেমকন খুলনাকে ২০ রানে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করল বেক্সিমকো ঢাকা। আজ টসে হেরে ব্যাট করতে নেমে খুলনাকে ১৮০ রানের টার্গেটে দেয় বেক্সিমকো ঢাকা। জবাবে ব্যাট করতে নেমে ১৯.৩ ওভারে ১০ উইকেটে ১৫৯ রান সংগ্রহ করে জেমকন খুলনা।

দিনের শুরুতেই টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালই করেছিলেন মোঃ নাঈম শেখ। ওপেনিং জুটির ৪১ রানের মধ্যে ৩৬ রান করেছেন নাঈম শেখ। ১৭ বলে তিনি হাঁকিয়েছেন পাঁচটি ছক্কা। ৩৬ রান করে শহিদুল ইসলামের বলে আউট হন তিনি।

এরপর সাব্বির রহমানকে সাথে নিয়ে ৭৫ রানের পার্টনারশিপ গড়ে তোলেন আল-আমিন (জুনিয়র)। ২৬ বলে ২ টি চার এবং তিনটি ছক্কার সাহায্যে ৩৯ রান করে নাজমুল ইসলাম অপুর বলে প্যাভিলিয়নে ফেরেন আল-আমিন (জুনিয়র)। তবে এরপর আরো দুটি উইকেট হারিয়ে চাপে পড়ে ঢাকা।

মাশরাফি বিন মুর্তজার বলে ৩ রান করেই প্যাভিলিয়নে ফেরেন অধিনায়ক মুশফিকুর রহিম। রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন ইয়াসির আলী। বেক্সিমকো ঢাকার বড় স্কোর দাঁড় করানোর পিছনে বড় অবদান রেখেছেন যুব বিশ্বকাপ বিজয়ী দলের অধিনায়ক আকবর আলী। নাজমুল অপুর এক ওভারে চারটি ছক্কা হাঁকান তিনি।

দূর্দন্ত খেলতে থাকা আকবর আলীর উইকেট তুলে নেন হাসান মাহমুদ। ১৪ বলে একটি চার এবং চারটি ছক্কা সাহায্যে ৩১ রান করে আউট হন তিনি। অন্য প্রান্ত থেকে হাফ সেঞ্চুরি তুলে নেন সাব্বির রহমান। তবে তাকে বেশি দূরে যেতে দেননি শহিদুল ইসলাম।

৩৮ বলে ৫টি চার এবং তিনটি ছক্কার সাহায্যে ৫৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। তবে শেষ হয়ে চার ওভারে তেমন রান তুলতে পারেনি বেক্সিমকো ঢাকা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৯ রান সংগ্রহ করেছে বেক্সিমকো ঢাকা।





১৮০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে একমাত্র জহুরুল ইসলাম অমি ছাড়া আর কোন ব্যাটসম্যান রান তুলতে পারেননি। দলীয় ৩০ রানের মধ্যে জাকির হাসান এবং সাকিব আল হাসানের উইকেট হারিয়ে চাপে পড়ে জেমকন খুলনা।

রবিউল ইসলাম রবির বলে ১ রান করে প্যাভিলিয়নে ফেরেন জাকির হাসান এবং ৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন সাকিব আল হাসান। এরপর মাহমুদুল্লাহ রিয়াদকে সাথে নিয়ে ৪৮ রানের পার্টনারশিপ গড়ে তোলেন জহুরুল ইসলাম।

এই দুইজনের পার্টনারশিপ ভাঙেন মুক্তার আলী। ২৩ রান করা মাহমুদুল্লাহ রিয়াদ এবং ১ রান করা মাশরাফি বিন মুর্তজাকে প্যাভিলিয়নে ফেরান তিনি। অন্য প্রান্ত থেকে হাফ সেঞ্চুরি তুলে নেন জহুরুল ইসলাম।

৩৬ বলে ৪ টি চার এবং দুটি ছক্কার সাহায্যে ৫৩ রান করে নাসুম আহমেদের বলে প্যাভিলিয়নে ফেরেন জহুরুল ইসলাম। ৭ রান করা আরিফুল হকের উইকেট তুলে নেন রবিউল ইসলাম রবি।

ব্যাট হাতে কিছুটা ঝড় তুলে রুবেল হোসেনের বলে প্যাভিলিয়নে ফেরেন শামীম হাসান। ৯ বলে দুটি চার এবং দুটি ছক্কার সাহায্যে ২৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন শামীম হাসান। ওই ওভারেই ৫ রান করা শুভাগত হোমের উইকেট তুলে নেন রুবেল। শেষ ওভারে ২ উইকেট তুলে নিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথমবারের মতো ৫ উইকেট নিয়েছেন রবিউল ইসলাম রবি।

রবিউল ইসলাম রবি ৫ টি মুক্তার আলী এবং রুবেল হোসেন দুটি করে উইকেট লাভ করেন। ইতিমধ্যেই বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্লে-অফ নিশ্চিত করেছে গাজী গ্রুপ চট্টগ্রাম এবং জেমকন খুলনা। আজকের দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৫:৩০ মিনিটে মুখোমুখি হবে গাজী গ্রুপ চট্টগ্রাম এবং ফরচুন বরিশাল।

ঢাকা : নাঈম শেখ, রবিউল ইসলাম রবি, মুশফিকুর রহিম, ইয়াসির আলী রাব্বী, সাব্বির রহমান, আল আমিন, আকবর আলী, মুক্তার আলী, নাসুম আহমেদ, শফিকুল ইসলাম, রুবেল হোসেন।





খুলনা : জহুরুল ইসলাম, জাকির হাসান, সাকিব আল হাসান, মাহমুদ উল্লাহ রিয়াদ, শুভাগত হোম, আরিফুল হক, শামীম পাটোয়ারি, নাজমুল ইসলাম অপু, মাশরাফি বিন মর্তুজা, শহিদুল ইসলাম, হাসান মাহমুদ