বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের আজকের প্রথম ম্যাচে বেক্সিমকো ঢাকার বিপক্ষে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে জেমকন খুলনা। টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালই করেছিলেন মোঃ নাঈম শেখ। ওপেনিং জুটির ৪১ রানের মধ্যে ৩৬ রান করেছেন নাঈম শেখ। ১৭ বলে তিনি হাঁকিয়েছেন পাঁচটি ছক্কা। ৩৬ রান করে শহিদুল ইসলামের বলে আউট হন তিনি।
এরপর সাব্বির রহমানকে সাথে নিয়ে ৭৫ রানের পার্টনারশিপ গড়ে তোলেন আলামিন (জুনিয়র)। ২৬ বলে ২ টি চার এবং তিনটি ছক্কার সাহায্যে ৩৯ রান করে নাজমুল ইসলাম অপু বলে প্যাভিলিয়নে ফেরেন আলামিন (জুনিয়র)। তবে এরপর এই দুটি উইকেট হারিয়ে চাপে পড়ে ঢাকা।
মাশরাফি বিন মুর্তজার বলে ৩ রান করেই প্যাভিলিয়নে ফেরেন অধিনায়ক মুশফিকুর রহিম। রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন ইয়াসির আলী। তবে এরপরে ব্যাটিং তান্ডব শুরু করেন আকবর আলি। নাজমুল অপুর এক ওভারে চারটি ছক্কা হাঁকান তিনি।
দূর্দন্ত খেলতে থাকা আকবর আলীর উইকেট তুলে নেন হাসান মাহমুদ। ১৪ বলে একটি চার এবং চারটি ছক্কা সাহায্যে ৩১ রান করে আউট হন তিনি। তবে অন্য প্রান্ত থেকে হাফ সেঞ্চুরি তুলে নেন সাব্বির রহমান। তবে তাকে বেশ দূরে যেতে দেননি শহিদুল ইসলাম।
৩৮ বলে ৫টি চার এবং তিনটি ছক্কার সাহায্যে ৫৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। তবে শেষ হয়ে চার ওভারে তেমন রান তুলতে পারেনি বেক্সিমকো ঢাকা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৯ রান সংগ্রহ করেছে বেক্সিমকো ঢাকা।
ঢাকা : নাঈম শেখ, রবিউল ইসলাম রবি, মুশফিকুর রহিম, ইয়াসির আলী রাব্বী, সাব্বির রহমান, আল আমিন, আকবর আলী, মুক্তার আলী, নাসুম আহমেদ, শফিকুল ইসলাম, রুবেল হোসেন।
খুলনা : জহুরুল ইসলাম, জাকির হাসান, সাকিব আল হাসান, মাহমুদ উল্লাহ রিয়াদ, শুভাগত হোম, আরিফুল হক, শামীম পাটোয়ারি, নাজমুল ইসলাম অপু, মাশরাফি বিন মর্তুজা, শহিদুল ইসলাম, হাসান মাহমুদ