বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট এর মধ্য দিয়ে আবারো ক্রিকেটে ফিরেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মর্তুজা। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের জেমকন খুলনা দলের হয়ে খেলছেন এই দুই ক্রিকেটার। যদিও টুর্নামেন্টের শুরু থেকে খেলছেন সাকিব আল হাসান। টুনামেন্টে একটি ম্যাচ খেলেছেন মাশরাফি বিন মুর্তজা।
৯ মাস পর ফিরে প্রথম ম্যাচের পারফরম্যান্সেই খুলনা কোচকে সন্তুষ্ট করেছেন মাশরাফী বিন মোর্ত্তজা। গণমাধ্যমের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেছেন কোচ মিজানুর রহমান বাবুল। তবে সাকিব আল হাসানের বোলিং নিয়ে সন্তুষ্ট হলেও ব্যাটিং নিয়ে এখনও চিন্তিত তিনি।
জেমকন খুলনার কোচ মিজানুর রহমান বাবুল বলেন, “প্রত্যাশার চেয়েও ভালো খেলেছে মাশরাফী। ইনজুরি থেকে ফিরে ১ম ম্যাচেই সে যেভাবে বোলিং করেছে তাতে আমরা সন্তুষ্ট”।
কোচ বলেন, “খেলোয়াড়দের এমন অনেক সময় আসে, যখন অনেককিছু করতে চায় কিন্তু ঠিকমতো হয়না। ও অনেককিছু না, শুধু ব্যাটিংটাই ঠিকমতো করতে চাচ্ছে কিন্তু হচ্ছেনা। সময়টা ওর পক্ষে নেই। তবে আমরা জানি সে কামব্যাক করবে”।