হেরে গেলেই টুর্নামেন্ট থেকে বাদ এমন সমীকরণে আগামীকাল চট্টগ্রামের মুখোমুখি হচ্ছে বরিশাল।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে আগামীকাল দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে ফরচুন বরিশাল বনাম গাজী গ্রুপ চট্টগ্রাম। এই টুর্নামেন্টের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে গাজী গ্রুপ চট্টগ্রাম। এখন পর্যন্ত ৬ ম্যাচের মধ্যে পাঁচ ম্যাচে জয়লাভ করে প্লে-অফ নিশ্চিত করেছে গাজী গ্রুপ চট্টগ্রাম।

চট্টগ্রামের হয়ে দুর্দান্ত ফর্মে রয়েছে লিটন দাস, সৌম্য সরকার, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম। অন্যদিকে পয়েন্ট টেবিলের একদম তলানিতে অবস্থান করছে তামিম ইকবালের দল ফরচুন বরিশাল। ৬ ম্যাচের মধ্যে দুই ম্যাচে জয়লাভ করেছে তারা। প্লে-অফ নিশ্চিত করতে হলে বাকি দুই ম্যাচে অবশ্যই জয় লাভ করতে হবে তামিমদের। নতুন সূচি অনুযায়ী আগামী কাল সন্ধ্যা ৫:৩০ মিনিটে মুখোমুখি হবে দুই দল।

ফরচুন বরিশালের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন ধ্রুব, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, মেহেদী হাসান মিরাজ, মাহিদুল ইসলাম অঙ্কন, তাসকিন আহমেদ, সুমন খান, কামরুল ইসলাম রাব্বি।





গাজী গ্রুপ চট্টগ্রামের সম্ভাব্য একাদশ: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সৌম্য সরকার, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, শামসুর রহমান, জিয়াউর রহমান, নাহিদুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, রকিবুল হাসান।