বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট আগামীকাল প্রথম ম্যাচে বেক্সিমকো ঢাকার মুখোমুখি হচ্ছে জেমকন খুলনা। ইতিমধ্যেই টুর্ণামেন্টে ৪ ম্যাচে জয়লাভ করে প্লে-অফ নিশ্চিত করেছে জেমকন খুলনা। অন্যদিকে তিন ম্যাচে জয়লাভ করে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ঢাকা।
বেক্সিমকো ঢাকার জন্য এই ম্যাচটি অনেক গুরুত্বপূর্ণ। আগামীকাল খুলনাকে হারাতে পারলেই প্লে-অফ নিশ্চিত হয়ে যাবে মুশফিকুর রহিমের দল বেক্সিমকো ঢাকার। এদিকে ঘন কুয়াশার কারণে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো সময়সূচী এগিয়ে এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নতুন সূচি অনুযায়ী আগামী কাল ম্যাচটি শুরু হবে দুপুর ১২:৩০ মিনিটে।
জেমকন খুলনা সম্ভাব্য একাদশ : সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), ইমরুল কায়েস, শুভাগত হোম চৌধুরী, আলআমিন হোসেন, জহুরুল হক অমি, জাকির হাসান (উইকেটরক্ষক) শামীম পাটোয়ারি, আরিফুল হক, হাসান মাহমুদ ও মাশরাফি বিন মর্তুজা।
বেক্সিমকো ঢাকা সম্ভাব্য একাদশ: মুশফিকুর রহিম (অধিনায়ক), রুবেল হোসেন, তানজিদ হাসান তামিম, নাসুম আহমেদ, নাঈম শেখ, আকবর আলী, ইয়াসির আল রাব্বি, সাব্বির রহমান, মুক্তার আলী, শফিকুল ইসলাম, রবিউল ইসলাম রবি।