বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোর সময়সূচী পরিবর্তন করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঘন কুয়াশা আর অতিরিক্ত শিশিরের কারণে টুর্নামেন্টের শেষ দিকে এসে সূচি পরিবর্তন করতে বাধ্য হয় ক্রিকেট বোর্ড।
নতুন সময়ানুযায়ী প্রথম ম্যাচ শুরু হবে দুপুর সাড়ে ১২টায় (টস ১২টা) ও দ্বিতীয় ম্যাচ শুরু হবে সাড়ে ৫টায় (টস ৫টা)। নতুন সময় কার্যকর হবে ডিসেম্বরের (বৃহস্পতিবার) ম্যাচ থেকে। এদিকে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছেন ফরচুন বরিশাল দলের ফাস্ট বোলার আবু জায়েদ রাহি।
গতকাল মিনিস্টার গ্রুপ রাজশাহীর বিপক্ষে বোলিংয়ের সময় ডেলিভারি স্ট্রাইডে লাফ দেওয়ার আগে বাঁ পায়ের পেশিতে টান লাগে আবু জায়েদের। পায়ে হাত চেপে ধরে পড়ে যান তিনি তখনই। তার অভিব্যক্তিতে ছিল প্রচণ্ড যন্ত্রণার ছাপ। স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাকে।
বরিশাল দল থেকে একটু পর তখন বলা হয়েছিল, আবু জায়েদের চোট গুরুতর নয়। আরও গভীরভাবে পরীক্ষার পর বুধবার সকালে বরিশালের ফিজিও জয় বিশ্বাস জানান, এই পেসারের পেশিতে ‘ফার্স্ট ডিগ্রি টিয়ার’ হয়েছে বলে মনে করা হচ্ছে।
ক্রিকেটে ফিরতে তার অন্তত ১৫ দিন সময় লাগবে। এছাড়াও তিনি নিশ্চিত করেছেন আবু জায়েদ রাহির পরিবর্তে সালাউদ্দিন শাকিলকে দলে অন্তর্ভুক্ত করেছে ফরচুন বরিশাল।
তবে তাকে নিয়ে আরও বড় শঙ্কা ছিল আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য সফরকে ভাবনায় রেখে। টেস্টে বাংলাদেশের পেস আক্রমণের মূল অস্ত্র তিনিই। ২৫ ডিসেম্বর থেকে শুরু হতে পারে বাংলাদেশ দলের ক্যাম্প। হয়তো শুরু থেকে বা শুরুর কদিন পরই পাওয়া যাবে আবু জায়েদকে।