বাংলাদেশের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে মাইলফলক স্পর্শ করলেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ

গতকাল বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের দারুন একটি মাইলফলক স্পর্শ করেছেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। বাংলাদেশের চতুর্থ ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটের ৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ।

গতকাল বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে খেলতে নেমে এই মাইলফলক স্পর্শ করেন জেমকন খুলনার অধিনায়ক। মঙ্গলবার (০৮ ডিসেম্বর) চট্টগ্রামের বিপক্ষে খেলতে নামার আগে মাইলফলকটি স্পর্শ করতে মাহমুদউল্লাহর দরকার ছিল ২ রান।

সাকিব আল হাসান আউট হওয়ার পর দলের স্কোর যখন ৪ উইকেটে ৬৬, তখন মাঠে নামেন মাহমুদউল্লাহ। এরপর ইনিংসের ১১তম ওভারে মোসাদ্দেকের বলে সিঙ্গেল নিয়ে চার হাজারি ক্লাবে প্রবেশ করেন তিনি।





এর আগে এই বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের মঞ্চেই তামিম ইকবাল ছয় হাজার ও সাকিব আল হাসান পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। এখন পর্যন্ত টি-টোয়েন্টি ক্রিকেটে ২০১ ইনিংসে ৪০২৭ রান করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। নেই কোনো সেঞ্চুরি করেছেন ১৩টি হাফ সেঞ্চুরি। সর্বোচ্চ অপরাজিত ৬৪ রান।