৯ মাস পর মাঠে ফিরেই বল হাতে জাদু দেখালেন মাশরাফি বিন মুর্তজা

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মাঠে ফিরলেন বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। গতকাল বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের জেমকন খুলনা দলের হয়ে দীর্ঘ ৮ মাস ২২ দিন পর মাঠে ফিরেই বল হাতে নিজের ঝলক দেখিয়েছেন মাশরাফি বিন মর্তুজা।

গতকাল (০৮ ডিসেম্বর) মিরপুরে দিনের দ্বিতীয় ম্যাচে গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে মাঠে নামেন মাশরাফি। ১৫৮ রানের টার্গেটে ব্যাট করতে নামা চট্টগ্রামের বিপক্ষে নতুন বলে ইনিংসের শুরুটা করেন মাশরাফি বিন মুর্তজা। ইনিংসে প্রথম ওভারে বোলিং করে ৫ রান দেন মাশরাফি বিন মুর্তজা। ইনিংসের তৃতীয় ওভারে নিজে দ্বিতীয় ওভারেও দেন ৫ রান।

প্রথম স্পেলের এই বোলিংয়ে সুইং গতি সবই পেয়ছেন ব্যাটসম্যানকে পরাস্ত করেছেন বেশ কয়েকবার।
দ্বিতীয় স্পেলে ইনিংসে সপ্তম ওভারে নিজের তৃতীয় ওভার বল করেন মাশরাফি।

এই ওভারে দেন ৭ রান। দলীয় ১৫ ও নিজের শেষ স্পেলে চতুর্থ ওভার করতে এসে দারুণ করা মাশরাফি ষষ্ঠ বলে উইকেটের দেখা পান। ১১ রান দিয়ে শেষ বলে মোসাদ্দেক হোসেনকে বোল্ড করেন।





বল হাতে ৪ ওভার বল করে ২৮ রান দিয়ে তুলে নিয়েছেন ১টি উইকেট। এর আগে ২২ গজের মঞ্চে ব্যাট হাতে চার নম্বরে নামেন মাশরাফি বিন মর্তুজা। তবে তার এই ফেরাটা ভালো হয়নি। ১ রান করেই রান আউটের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরত যান মাশরাফি।