সেরা চারে যেতে আমরা আমাদের সেরাটা দিয়ে চেষ্টা করব। আল্লাহ্ ভরসা : পারভেজ হোসেন ইমন

ঘরোয়া ক্রিকেটে সবচেয়ে কম বল খেলে এবং সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে টি টোয়েন্টি তে সেঞ্চুরির কৃতিত্ব গড়লেন বাংলাদেশের তরুণ ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন। আজ বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে রাজশাহীর বিপক্ষে ৪২ বলে সেঞ্চুরি করেছেন তিনি।

যা বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে দ্রুততম এবং সর্বকনিষ্ঠ সেঞ্চুরি। টুর্নামেন্টের বাকি কয়টি ম্যাচেও ভালো ব্যাটিং করতে চান তিনি। এছাড়াও তামিম ইকবালের কাছ থেকে সাহস যুগিয়েছেন তিনি। আজ ম্যাচ শেষে পারভেজ হোসেন ইমন জানালেন, ‌

“আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। এই আনন্দ আসলে বলে বোঝানো যাবে না! এটা আমার জন্য আসলে অনেক ভালো হয়েছে, আমাকে অনেক আত্মবিশ্বাস দিয়েছে।’

বাংলাদেশ জাতীয় দলের ওপেনার ব্যাটসম্যান তামিম ইকবালের ব্যাটিং থেকে আত্মবিশ্বাস তৈরি হয়েছে বলে জানিয়েছেন পারভেজ হোসেন ইমন। সব সময় ব্যাটিংয়ে তামিম ইকবালের পরামর্শ দিয়ে করছেন তিনি। তার সঙ্গে প্রায় প্রতি বল শেষে কথা বলছিলেন। সেই প্রসঙ্গে সেঞ্চুরিয়ান ইমন বলছিলেন,

“তামিম ভাই আমাকে শুধু বলেছেন, নিজের স্বাভাবিক খেলাটা খেলতে। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে যে, উনার ব্যাটিং দেখলে আমার নিজের আত্মবিশ্বাস তৈরি হয়। আমি মনে করি, ঐটাই আমাকে অনেক সাহায্য করেছে।’

ম্যাচে বরিশালের বোলিং ভালো হয়নি। তবে দলের বোলারদের পক্ষেই দাঁড়ালেন ইমন, ‘রাব্বি ভাই শুরু দিকে ভালো করতে না পারলেও, শেষদিকে ভালো কামব্যাক করছে।’





৬ ম্যাচে দলের জয় মাত্র দুটি। টুর্নামেন্টে বরিশালের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে মারকুটে এই ব্যাটসম্যান বলেন, ‘সেরা চারে যেতে আমরা আমাদের সেরাটা দিয়ে চেষ্টা করব। আল্লাহ্ ভরসা।’