বরিশালের বিপক্ষে বিধ্বংসী ব্যাটিং করে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড গড়লেন আনিসুল ইসলাম ইমন

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ১৫তম ম্যাচে মুখোমুখি হয়েছে মিনিস্টার গ্রুপ রাজশাহী ও ফরচুন বরিশাল। ইতোমধ্যেই মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল।

টস হেরে ব্যাট করতে নেমে বিধ্বংসী ব্যাটিং করতে থাকেন ওপেনার ব্যাটসম্যান আনিসুল ইসলাম ইমন এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মাত্র ২৫ বলে হাফ সেঞ্চুরি তুলে নিয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড গড়েছেন আনিসুল ইসলাম ইমন।

২৫ বলে ৬ টিচার এবং ২টি ছক্কায় সাহায্যে হাফ সেঞ্চুরি তুলে নেন আনিসুল ইসলাম ইমন। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৮.২ ওভারে বিনা উইকেটে ৮৮ রান সংগ্রহ করেছে মিনিস্টার গ্রুপ রাজশাহী। নাজমুল হোসেন শান্ত ৩৭ এবং আনিসুল ইসলাম ইমন ৫০ রান করে অপরাজিত রয়েছেন।

প্লে-অফ নিশ্চিত করতে এই ম্যাচে জয়ের জন্য মরিয়া দুই দলই। ৬ ম্যাচ খেলা রাজশাহী জয় পেয়েছে মাত্র ২টি ম্যাচে। ৫ ম্যাচ খেলা বরিশাল মাত্র ১টি ম্যাচে জিতেছে।





পাঁচ দলের টুর্নামেন্টে পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল খেলবে প্লে-অফে, বাদ পড়বে তলানির দল। বর্তমানে পয়েন্ট টেবিলে রাজশাহীর অবস্থান চতুর্থ, বরিশাল পঞ্চম।

দুই দলের প্রথম লেগের খেলায় বরিশাল পেয়েছিল ৫ উইকেটের জয়। এখন পর্যন্ত তামিমদের একমাত্র সাফল্য সেই জয়। মঙ্গলবারের ম্যাচে বরিশালের একাদশে এসেছে দুটি পরিবর্তন।

একাদশে এসেছেন সাইফ হাসান ও সুমন খান। একটি পরিবর্তন এসেছে রাজশাহীর একাদশে। জাকের আলী অনিক বাদ পড়েছেন, বদলি হিসেবে দলে এসেছেন এবাদত হোসেন।

মিনিস্টার গ্রুপ রাজশাহী: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), আনিসুল ইসলাম ইমন, রনি তালুকদার, মেহেদী হাসান, ফজলে মাহমুদ রাব্বি, নুরুল হাসান সোহান, এবাদত হোসেন, ফরহাদ রেজা, মুকিদুল ইসলাম মুগ্ধ, আরাফাত সানি, মোহাম্মদ সাইফউদ্দিন।





ফরচুন বরিশাল: তামিম ইকবাল (অধিনায়ক), সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন ধ্রুব, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, সুমন খান, কামরুল ইসলাম রাব্বি, আবু জায়েদ চৌধুরী রাহী।