দীর্ঘ দিনের অপেক্ষা পর ক্রিকেট ময়দানে ফিরছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সর্বকালের সেরা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে জেমকন খুলনা দলের হয়ে খেলবেন মাশরাফি বিন মুর্তজা। গতকাল সন্ধ্যার মধ্যে টিম হোটেলে দলের সাথে যোগ দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা।
মাশরাফি শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন গত ৬ মার্চ। অধিনায়কত্বের শেষ ম্যাচে তাকে জয় উপহার দিয়েছিল বাংলাদেশ। ১৬ মার্চ খেলেছিলেন ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ। ৯ মাস পর মাশরাফি ফিরছেন প্রতিযোগিতামূলক ক্রিকেটে।
মঙ্গলবার নিজেদের সপ্তম ম্যাচে জেমকন খুলনা মুখোমুখি হবে গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে। মিরপুর শের-ই-বাংলায় সন্ধ্যা সাড়ে ছয়টায় ম্যাচটি শুরু হবে। দীর্ঘ বিরতির পর মাশরাফিকে এ ম্যাচে দেখা যেতেও পারে।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে ৫ ম্যাচের মধ্যে চার ম্যাচে জয়লাভ করে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে গাজী গ্রুপ চট্টগ্রাম। অন্যদিকে ৬ ম্যাচের মধ্যে চার ম্যাচে জয়লাভ করে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে জেমকন খুলনা।
গাজী গ্রুপ চট্টগ্রামের সম্ভাব্য একাদশ: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সৌম্য সরকার, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, শামসুর রহমান, জিয়াউর রহমান, নাহিদুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, রকিবুল হাসান।
জেমকন খুলনার সম্ভাব্য একাদশ: জহুরুল ইসলাম, জাকির হাসান (উইকেটরক্ষক), ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, শামীম হোসেন, আরিফুল হক, শুভাগত হোম, শহীদুল ইসলাম, হাসান মাহমুদ, মাশরাফি বিন মর্তুজা।