ম্যাচ হারলে টুনামেন্ট থেকে বাদ। এমন কঠিন সমীকরণে আগামীকাল প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে বরিশাল এবং রাজশাহী।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে আগামীকাল প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে বরিশাল বনাম রাজশাহী। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের খাদের কিনারায় রয়েছে এই দুই দল। ছয় ম্যাচে দুই জয় নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে মিনিস্টার গ্রুপ রাজশাহী। অন্যদিকে পাঁচ ম্যাচের মধ্যে ১ ছয় নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে ফরচুন বরিশাল।

২ দলের জন্যই আগামী কালকের ম্যাচ অনেক গুরুত্বপূর্ণ। তার কারণ প্লে-অফে খেলতে হলে পরবর্তী সবকয়টি ম্যাচে জয়লাভ করতে হবে এই দুই দলকে। বিশেষ করে আগামী কালকের ম্যাচে হারলেই টুর্নামেন্ট থেকে বাদ পড়বে তামিম ইকবালের দল। আগামীকাল বাংলাদেশ সময় দুপুর ১:৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

ফরচুন বরিশালের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), মাহমুদুল ইসলাম অঙ্কন, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন ধ্রুব, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তানভির ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, আবু জায়েদ রাহী।





মিনিস্টার গ্রুপ রাজশাহী একাদশ: রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, শেখ মেহেদী হাসান, জাকের আলী, মুকিদুল ইসলাম, আনিসুল ইসলাম ইমন, মোহাম্মদ সাইফউদ্দিন, ফরহাদ রেজা, আরাফাত সানি, ফজলে মাহমুদ, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক)।