ওয়ানডে এবং টি-টোয়েন্টির পর এবার টেস্ট র্র্যাংকিংয়ে প্রবেশ করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার টেস্ট ম্যাচের পর আজ টেস্ট র্র্যাংকিং প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।
ওয়ানডে এবং টি-টোয়েন্টি পর এবার আইসিসি টেস্ট অলরাউন্ডার র্র্যাংকিংয়ে চতুর্থ স্থানে রয়েছেন সাকিব আল হাসান। জুয়াড়ির প্রস্তাব গোপন রাখার কারণে এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হলেন সাকিব আল হাসান।
নিষেধাজ্ঞা কাটিয়ে আবারো ক্রিকেট ময়দানে ফিরেছেন সাকিব। বর্তমানে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। নিষিদ্ধ হওয়ার পর আইসিসি র্র্যাংকিং থেকে সরিয়ে নেয়া হয় সাকিব আল হাসানের নাম।
নিষেধাজ্ঞা থেকে ফেরার পর আইসিসি ওয়ানডে এবং টি-টোয়েন্টি র্র্যাংকিংয়ে নাম ওঠে সাকিব আল হাসানের। এবার টেস্ট ক্রিকেটে র্র্যাংকিংয়ে ফিরলেন সাকিব আল হাসান। গত বছর সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে দেশের মাটিতে সর্বশেষ টেস্ট ম্যাচ খেলে ছিলেন সাকিব আল হাসান।
তাই আইসিসি টেস্ট র্র্যাংকিংয়ে কিছুটা অবনতি হয়েছে সাকিবের। আজ প্রকাশিত আইসিসি টেস্ট র্র্যাংকিংয়ে ৩৬৬ রেটিং পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন সাকিব আল হাসান। আইসিসি টেস্ট রেংকিং এই মুহূর্তে এক নম্বরে রয়েছেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস।
৪৬৬ রেটিং পয়েন্ট নিয়ে সবার প্রথমে রয়েছেন তিনি। দ্বিতীয় স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার। ৪৩৪ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। তৃতীয় স্থানে রয়েছে ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। ৩৯৭ রেটিং পয়েন্ট নিয়ে সাকিবের উপরে হয়েছেন তিনি।