অবশেষে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ চূড়ান্ত। বাদ দেয়া হয়েছে একটি টেস্ট এবং দু’টি টি-টোয়েন্টি ম্যাচ।

অবশেষে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ চূড়ান্ত করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বেশ কয়েকদিন ধরেই অনেক আলোচনা হচ্ছিল বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজ নিয়ে। আগামী বছরের শুরুতেই তিনটি টেস্ট তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ঢাকায় আসার কথা ছিল ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দলের।

কিন্তু করোনা ভাইরাসের কারণে এখন সিরিজ আয়োজন করা অনেকটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে। তবে সিরিজ অনেক ছোট করে ফেলেছে দুই দেশের ক্রিকেট বোর্ড। তিনটি টেস্ট ম্যাচ এর পরিবর্তে দুটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। অন্যদিকে এই সিরিজে থাকছে না কোন টি-টোয়েন্টি ম্যাচ।

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ ২০২৩ ভারত বিশ্বকাপের বাছাইপর্বের অংশ। তাই এই সিরিজ দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। টেস্ট সিরিজেও আছে আইসিসির দৃষ্টিতে। কারণ দুই কিংবা তিন ম্যাচের টেস্ট সিরিজ সমান পয়েন্ট কাউন্ট হবে আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে।





সবকিছু ঠিক থাকলে জানুয়ারির মাঝামাঝিতে বাংলাদেশে আসবে উইন্ডিজরা। খেলা হবে ঢাকা ও চট্টগ্রামে। বন্দরনগরীতে একটি টেস্ট ও ওয়ানডে। বাকি সব ম্যাচ হবে হোম অব ক্রিকেট মিরপুরে। সিরিজ নির্ধারণ হলেও এখনো ম্যাচগুলোর সূচি ঠিক হয়নি।