বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের শুরুটা ভালো হয়নি বেক্সিমকো ঢাকার। পরপর তিন ম্যাচে হারের পর কঠোর সমালোচনার মুখে পড়তে হয় মুশফিকুর রহিমের দলের। কিন্তু শেষ তিন ম্যাচে জাদু দেখিয়েছে বেক্সিমকো ঢাকা। সর্বশেষ গতকাল টুর্নামেন্টের সবচেয়ে ফেভারিট দল গাজী গ্রুপ চট্টগ্রামকে হারিয়েছে তারা।
বেক্সিমকো ঢাকায় সর্বশেষ তিন ম্যাচে জয়ের অন্যতম নায়ক তরুণ ফাস্ট বোলার শফিকুল ইসলাম। টুর্নামেন্টের এখন পর্যন্ত ৪ ম্যাচে ৮ উইকেট নিয়েছেন শফিকুল ইসলাম।
৬.৬৬ ইকোনমিক রেটে এই টুর্নামেন্টের দুর্দান্ত বোলিং করছে এই ফাস্ট বোলার। গত কালকের ম্যাচের পর এই ফাস্ট বোলারের দারুণ প্রশংসা করেছেন অধিনায়ক মুশফিকুর রহিম।
“আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন এই টুর্নামেন্টের সবচেয়ে সুন্দর জিনিস কি আমি তাহলে অবশ্যই বলব শফিকুল। যেভাবে সে বল করেছে বিশেষ শেষ তিন ম্যাচে সে অসাধারণ ছিল। তাকে দমিয়ে রাখা অতটা সহজ নয়”।
“আমি মনে করি সে যেভাবে ক্রিজে এবং ক্রিজের বাইরে তার কাজটা করেছে এটা দুর্দান্ত। শুধু তাঁর বোলিংই নয় সে ফিল্ডিংয়েও ভালো করেছে। আমি মনে করি আমার দলের এই ধরণের ক্রিকেটাররা ভবিষ্যতে অনেকদূর এগিয়ে যাবে।’