মাহমুদুল্লাহ রিয়াদের দুর্দান্ত ব্যাটিংয়ে মিনিস্টার গ্রুপ রাজশাহীকে ৫ উইকেটে হারিয়েছে জেমকন খুলনা। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের আজকের দিনের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে খুলনাকে ১৪৬ রানের টার্গেট দেয় রাজশাহী। জবাবে ব্যাট করতে নেমে ৪ বল হাতে রেখেই জয় তুলে নেয় খুলনা।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের আজকের দিনের দ্বিতীয় ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় রাজশাহী। ইনিংসের দ্বিতীয় ওভারে ৮ রান করা আনিসুল ইসলাম ইমনের তুলে নেন শুভাগত হোম। এরপর রনি তালুকদারকে সাথে নিয়ে ৪৭ রানের পার্টনারশিপ গড়ে তোলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
১৪ রান করা রনি তালুকদারের উইকেট তুলে নেন আল-আমিন হোসেন। এই দিন ব্যাট হাতে তেমন কিছু করে দেখাতে পারেনি মেহেদী হাসান। ৯ রান করে শহিদুল ইসলামের বলে আউট হন মেহেদী হাসান। অন্য প্রান্ত থেকে হাফ সেঞ্চুরি তুলে নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
৩৮ বলে ৬ টি চার এবং দুটি ছক্কা সাহায্যে ৫৫ রান করে মাহমুদুল্লাহ রিয়াদের বলে আউট হন নাজমুল হোসেন শান্ত। ইনিংস বড় করতে পারেননি ফজলে রাব্বী ও। ৯ রান করে শুভগত হোমের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি।
পরে ৫২ রানের জুটি গড়ে অপরাজিত থাকেন সোহান ও জাকের আলী। ২১ বলে তিন টিচার এবং দুটি ছক্কা সাহায্যে ৩৭ রান করে অপরাজিত থাকেন নুরুল হাসান সোহান। ২৫ রান করেন জাকের আলী।
১৪৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালই করেছিল জেমকন খুলনা। ওপেনিং জুটিতে জাকির হাসান এবং জহিরুল ইসলাম যোগ করেন ৫৬ রান। ২০ বলে ১৯ রানে আরাফাত সানির বলে প্যাভিলিয়নে ফেরেন জাকির হাসান।
দলীয় ৭৬ রানের মাথায় দ্বিতীয় উইকেট তুলে নেন ফরহাদ রেজা। ৪০ বলে ছয় টিচার এবং একটি ছক্কার সাহায্যে ৪৩ রান করে আউট হন জহুরুল ইসলাম। তবে এরপরে টপ অর্ডারের আরো তিনটি উইকেট হারিয়ে চাপে পড়ে খুলনা।
দলীয় ৯৪ রানের মাথায় ২০ বলে ২৭ রান করা ইমরুল কায়েসের উইকেট তুলে নেন মুগ্ধ। ব্যাট হাতে এ দিন ও ব্যর্থ পেয়েছেন সাকিব আল হাসান। ৫ বলে ৪ রান করে মোহাম্মদ সাইফুদ্দিনের বলে আউট হন সাকিব। এরপর ৭ রান করা শামীম হোসেনের উইকেট তুলে নেন মুগ্ধ।
তবে তখনো ব্যাট হাতে অপরাজিত ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। ম্যাচের মোড় একাই ঘুরিয়ে দেন তিনি। ১৯ বলে তিন টিচার এবং একটি ছক্কা সাহায্যে ৩১ রান করে অপরাজিত থাকেন মাহমুদুল্লাহ রিয়াদ।
জেমকন খুলনা একাদশ: জহুরুল ইসলাম, জাকির হাসান (উইকেটরক্ষক), ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, শামীম হোসেন, আরিফুল হক, শুভাগত হোম, শহীদুল ইসলাম, হাসান মাহমুদ, আল-আমিন হোসেন।
মিনিস্টার গ্রুপ রাজশাহী একাদশ: ফরহাদ রেজা, আরাফাত সানি, ফজলে মাহমুদ, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, শেখ মেহেদী হাসান, জাকের আলী, মুকিদুল ইসলাম, আনিসুল ইসলাম ইমন, মোহাম্মদ সাইফউদ্দিন।