বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে মাশরাফি বিন মুর্তজা পারিশ্রমিক ১৫ লক্ষ টাকা

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে জেমকন খুলনা দলের হয়ে খেলবেন মাশরাফি বিন মুর্তজা। আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি অফিসে লটারির মাধ্যমে মাশরাফি বিন মুর্তজার দল নির্ধারণ করা হয়। খুলনা বাদে তাকে পাওয়ার প্রত্যাশায় ছিল বেক্সিমকো ঢাকা, মিনিস্টার গ্রুপ রাজশাহী ও ফরচুন বরিশাল।

মাশরাফির দলভুক্তের প্রক্রিয়া লটারি পরিচালনা করেন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান ও বিসিবির পরিচালক জালাল ইউনুস। বক্স থেকে জেমকন খুলনার নাম তিনি তোলেন।

লটারি প্রক্রিয়া শেষে জালাল বলেন, ‘লটারিতে সব দলের সমান সুযোগ ছিল। সবাই নিজেদের নামের টোকেন রেখেছে। সব দলের প্রতিনিধির সামনে লটারি করা হয়েছে। যেখানে খুলনা পেয়েছে মাশরাফিকে।’

মাশরাফিকে দলে পেয়ে খুলনার অপারেশন ম্যানেজার ইমরান খান বলেন, ‘আমরা মাশরাফিকে পেয়ে খুবই খুশি। মাশরাফির মতো একটা নাম আমাদের দলের সঙ্গে থাকুক, এটা আমরা চাচ্ছিলাম। সৌভাগ্যবশত আমরা তাকে পেয়েছি। আমি নিশ্চিত যে, আমিসহ আমাদের দলের খেলোয়াড়, ম্যানেজমেন্ট সবাই অনেক খুশি হবে।’

‘এ’ গ্রেডের ক্যাটাগরিতে মাশরাফি পারিশ্রমিক পাবেন। যেখানে পারিশ্রমিক ধরা হয়েছে ১৫ লাখ টাকা। যতগুলো ম্যাচ খেলবেন পারিশ্রমিক ভাগ করে ম্যাচ ফি হিসেবে দেওয়া হবে।





টুর্নামেন্টের বিধি অনুযায়ী একের অধিক দল যদি কোনও খেলোয়াড়কে চায় তাহলে লটারিতে হবে সমাধান। সেজন্য মাশরাফিকে লটারিতে তুলেছিল আয়োজকরা। চার দলের এই লটারিতে ভাগ্য খুলেছে খুলনার।