মাশরাফি ভাইয়ের মত ক্রিকেটার যে দলেই থাকুক, এটা সব সময়ই বাড়তি পাওয়া : তামিম ইকবাল

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলতে আর বাধা নেই মাশরাফি বিন মর্তুজার। আজ সকালে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সর্বকালের সেরা অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এদিকে মাশরাফি বিন মুর্তজাকে দলে পেতে আগ্রহ প্রকাশ করেছে চারটি দল।

প্রথমে শোনা গিয়েছিলো মাশরাফিকে দলের পেতে আগ্রহ প্রকাশ করে জেমকন খুলনা এবং বরিশাল। সেই তালিকায় গতকাল যোগ হয় মিনিস্টার গ্রপ রাজশাহী। এদিকে আজ শোনা যাচ্ছে মাশরাফি বিন মুর্তজাকে পেতে আগ্রহ প্রকাশ করেছে বেক্সিমকো ঢাকা।

তবে অন্য দলগুলোর থেকে মাশরাফি বিন মুর্তজাকে মনেপ্রাণে যাচ্ছে বরিশাল। বিশেষ করে মাশরাফি বিন মুর্তজার মত একজন বড় মাপের ক্রিকেটার দলে থাকা মানেই বড় পাওয়া বলেই মনে করছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। অনুশীলনের ফাঁকে বরিশালের অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছেন,

“আমি যতটুকু জানি, তিনটা দল আগ্রহ প্রকাশ করেছে। কোন দলে খেলবেন, সেটা বলা তো কঠিন। যদি আমাদের দলে হয় ওনার মতো মানের ক্রিকেটার খেলেন, তাহলে অবশ্যই ভালো”।





“একটা জিনিস মাথায় রাখতে হবে, উনি অনেক দিন পর খেলায় ফিরছেন। আশা করি, তিনি প্রথম ম্যাচ খেলার আগে প্রস্তুত হয়েই খেলবে। একটা কথা, ওনার মানের ক্রিকেটার যে দলেই থাকুক, এটা সব সময়ই বাড়তি পাওয়া।”