বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের আজকের দিনের প্রথম ম্যাচে গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে টসে হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৫ রান সংগ্রহ করেছে বেক্সিমকো ঢাকা। দলের পক্ষে সর্বোচ্চ ৭৩ রান করেন অধিনায়ক মুশফিকুর রহিম।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের আজকের দিনের প্রথম ম্যাচে বেক্সিমকো ঢাকার বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন গাজী গ্রুপ চট্টগ্রামের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বেক্সিমকো ঢাকা।
দলীয় ২৩ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে ফেলে ঢাকা। ১১ বলে একটি চার এবং একটি ছক্কার সাহায্যে ১৩ রান করে শরিফুল ইসলামের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেলেন নাঈম শেখ। এরপর আরেক টপ অর্ডার ব্যাটসম্যান তানজিদ হাসান তামিমকে ০ রানে প্যাভিলিয়নে ফেরান নাহিদুল ইসলাম।
একাদশে সুযোগ পেয়ে সুযোগ কাজে লাগাতে পারেননি সাব্বির রহমান। ১০ বলে ৭ রান করে রকিবুল হাসানের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন সাব্বির। তবে এর পরে ঘুরে দাঁড়ায় বেক্সিমকো ঢাকা। ইয়াসির আলী রাব্বিকে সাথে নিয়ে ৮৬ রানের পার্টনারশিপ গড়ে তোলেন মুশফিকুর রহিম।
দলিয় ১০৯ রানের মাথায় এই জুটি ভাঙেন মোস্তাফিজুর রহমান। ৩৮ বলে তিনটি চারের সাহায্যে ৩৪ রান করে আউট হন ইয়াসির আলী। তবে অন্য প্রান্ত থেকে হাফ সেঞ্চুরি তুলে নেন মুশফিকুর রহিম। ৫০ বলে ৭ টিচার এবং তিনটি ছক্কার সাহায্যে সাহায্যে ৭৩ রান করে অপরাজিত থাকেন মুশফিকুর রহিম।
গাজী গ্রুপ চট্টগ্রাম: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সৌম্য সরকার, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, শামসুর রহমান, জিয়াউর রহমান, নাহিদুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, রকিবুল হাসান।
বেক্সিমকো ঢাকা: মুশফিকুর রহিম (অধিনায়ক), রুবেল হোসেন, তানজিদ হাসান তামিম, নাসুম আহমেদ, নাঈম শেখ, আকবর আলী, ইয়াসির আল রাব্বি, সাব্বির রহমান, মুক্তার আলী, শফিকুল ইসলাম, রবিউল ইসলাম রবি।