অবশেষে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়েই ক্রিকেটে পা রাখতে যাচ্ছেন মাশরাফি বিন মর্তুজা। দীর্ঘ নয় মাস পর মাঠে ফেরার জন্য অপেক্ষায় রয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সর্বকালের সেরা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
ইনজুরির কারণে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফটে ছিলেন না মাশরাফি বিন মুর্তজা। যদিও মাশরাফির খেলার ব্যাপারে বিশেষ শর্ত রেখেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
সেই শর্তে এবার যোগ দিচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের তিনটি দল। প্রথমে শোনা গিয়েছিলো জেমকন খোলা এবং ফরচুন বরিশাল মাশরাফি বিন মুর্তজাকে দলে টানতে চায়। সেই তালিকায় এবার যোগ হয়েছে মিনিস্টার গ্রুপ রাজশাহী।
তার আগে নিয়ম মেনে আজ (৬ ডিসেম্বর) ফিটনেস টেস্টে অংশগ্রহণ করবেন নড়াইল এক্সপ্রেস। যেখানে তাকে ছাড় দেওয়ার ইঙ্গিত দিলেন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের টেকনিক্যাল কমিটির প্রধান জালাল ইউনুস।
আজ ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন মাশরাফি বিন মুর্তজা। এখন শুধু লটারির মাধ্যমে তাঁর দল নির্ধারণ করে দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আর সেটা যদি হয় তাহলে ৮ ডিসেম্বর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে আবারো মাঠে দেখা যাবে মাশরাফি বিন মুর্তজাকে।