অবশেষে বঙ্গবন্ধু টি টোয়েন্টি টূর্নামেন্টে মাঠে নামছেন মিনিস্টার গ্রুপ রাজশাহীর অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। টুর্নামেন্ট শুরুর আগের দিন ইনজুরিতে পড়েন অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। যার কারণে টুনামেন্টের প্রথম পাঁচটি ম্যাচ খেলতে পারেননি তিনি।
এই টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে জয়লাভ করলেও পরের তিন ম্যাচে পরপর তিন ম্যাচে হারতে হয়েছে রাজশাহীকে। ঘুরে দাঁড়ানোর ম্যাচে আগামীকাল মোহাম্মদ সাইফুদ্দিনকে নিয়েই একাদশ সাজাতে পারে রাজশাহী।
সাইফউদ্দিনকে নিয়ে কোচ সারোয়ার ইমরান বলেন, এখন ভালো বোধ করছে। নেটে ব্যাটিং-বোলিং দুটোই অনুশীলন করেছে। রোববার ম্যাচের আগে ওয়ার্মআপ দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। আশা করছি সে খেলতে পারবে।
আগামীকাল দ্বিতীয় ম্যাচে জেমকন খুলনার মুখোমুখি হবে মিনিস্টার গ্রুপ রাজশাহী। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬:৩০ মিনিটে। বর্তমানে ৩ জয় নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে জেমকন খুলনা। অন্যদিকে দুই ম্যাচে জয়লাভ করে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে রাজশাহী।
আগামী কালকে ম্যাচটি রাজশাহীর জন্য অনেক গুরুত্বপূর্ণ। এদিকে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে দলে নিতে বিসিবির কাছে চিঠি পাঠিয়েছে মিনিস্টার গ্রুপ রাজশাহী।
মিনিস্টার গ্রুপ রাজশাহীর সম্ভাব্য একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), আনিসুল ইমন, রনি তালুকদার, ফজলে মাহমুদ, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মোহাম্মদ আশরাফুল, মোহাম্মদ সাইফুদ্দিন, আরাফাত সানি, শেখ মেহেদী হাসান, এবাদত হোসেন, মুকিদুল ইসলাম মুগ্ধ।
জেমকন খুলনার সম্ভাব্য একাদশ: জাকির হাসান, সাকিব আল হাসান, জহুরুল ইসলাম অমি, ইমরুল কায়েস, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), আরিফুল হক, শামিম হোসেন পাটোয়ারি, শুভাগত হোম, শহিদুল ইসলাম, হাসান মাহমুদ, আল-আমিন হোসেন।