ফিটনেস পরীক্ষায় পাশ করলেই ৮ ডিসেম্বর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের ম্যাচে দেখা যাবে মাশরাফি বিন মুর্তজাকে

দীর্ঘ নয় মাস পর মাঠে ফেরার জন্য অপেক্ষায় রয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সর্বকালের সেরা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে মাশরাফিকে দলে পেতে উঠে পড়ে লেগেছে তিনটি দল।

ইনজুরির কারণে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফটে ছিলেন না মাশরাফি বিন মুর্তজা। যদিও মাশরাফির খেলার ব্যাপারে বিশেষ শর্ত রেখেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

সেই শর্তে এবার যোগ দিচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের তিনটি দল। প্রথমে শোনা গিয়েছিলো জেমকন খোলা এবং ফরচুন বরিশাল মাশরাফি বিন মুর্তজাকে দলে টানতে চায়। সেই তালিকায় এবার যোগ হয়েছে মিনিস্টার গ্রুপ রাজশাহী।

টুর্নামেন্টের শুরু থেকেই ইনজুরিতে রয়েছে তাদের আইকন ক্রিকেটার মোহাম্মদ সাইফুদ্দিন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৮ সেপ্টেম্বরে ম্যাচ দিয়ে রাজশাহীর জার্সিতে মাঠে দেখা যাবে মোহাম্মদ সাইফুদ্দিনকে।

সেই সাথে ওই ম্যাচ এই মাশরাফি বিন মুর্তজাকে দলে চায় মিনিস্টার অফ রাজশাহী। এদিকে মাশরাফি বিন মোর্তজার ভাগ্য নির্ধারিত হবে লটারির মাধ্যমে। দুই দিন আগেই এই বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। আগামী দু-একদিনের মধ্যেই মাশরাফি বিন মোর্তজার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে ধারণা করা হচ্ছে।

তবে সংশয় এখন ৯ মাস খেলার বাইরে থাকা মাশরাফীর বিপ টেস্টের ন্যূনতম স্কোর ১১ টপকানোর সক্ষমতা নিয়ে। তবে অভিজ্ঞতার বিবেচনায় তাকে ছাড় দিতে প্রস্তুত রয়েছে বোর্ড। মাশরাফীর ক্ষেত্রে দেখা হবে ৪ ওভার বোলিং করার মতো ফিটনেস। এর আগে অবশ্য এমন ছাড় দেওয়া হয়েছিল সাকিবকেও।





আগামীকাল অথবা আগামী সোমবার ফিটনেস পরীক্ষা দেবেন মাশরাফি বিন মুর্তজা। পরীক্ষায় পাশ করলেই লটারির মাধ্যমে তাঁর দল নির্ধারণ করে দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আর সেটা যদি হয় তাহলে ৮ ডিসেম্বর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে আবারো মাঠে দেখা যাবে মাশরাফি বিন মুর্তজাকে।