বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের চট্টগ্রাম দলের হয়ে খেলছেন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের বর্তমান সময়ের সেরা ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমান। একই দলের হয়ে খেলছেন যুব বিশ্বকাপ জয়ী দলের ফাস্ট বোলার শরিফুল ইসলাম। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের দুর্দান্ত ফর্মে রয়েছে এই ২ ফাস্ট বোলার।
৪ ম্যাচে ১২ উইকেট নিয়ে ক্রিকেট সংগ্রহের তালিকায় সবার প্রথমে রয়েছেন মুস্তাফিজুর রহমান। এছাড়াও চার ম্যাচে ৭ উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম। বড় ভাই মুস্তাফিজুর রহমানের কাছ থেকে প্রতি ম্যাচেই পরামর্শ নিচ্ছেন শরিফুল ইসলাম।
তাছাড়া মুস্তাফিজের সাথে প্রতিযোগিতা উপভোগ করছেন তিনি। শনিবার মিরপুরে অনুশীলন শেষে শরীফুল বলেন, “মোস্তাফিজ ভাইয়ের সঙ্গে বল করে খুব উপভোগ করছি। সবসময় প্রতি ওভারে যাওয়ার আগে ভালো পরামর্শ দিয়ে থাকেন”।
“আবার ম্যাচ শেষেও ম্যাচ পরিস্থিতি অনুযায়ী কিভাবে বল করতে পারি সেটা নিয়েও কথা হয়। উনার সঙ্গে বল করতে এবং বোলিং নিয়ে কথা বলতে খুব মজা লাগে। আবার দুইজনের মধ্যে ভালো একটি প্রতিযোগিতা চলছে সেটাও উপভোগ করছি।”
“নতুন বলে বল করা খুব উপভোগ করছি। সঙ্গে আমার আগ্রাসন দারুণ প্রভাব রাখছে। ছোটবেলা থেকেই আমি বোলিং করে অটোমেটিক চলে যাই ব্যাটসম্যানের কাছে। বোলিংয়ে আমার পরিকল্পনা থাকে ডট বল করা। সেই কাজটা করে আমি সফলতা পাচ্ছি।”