বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের ইনজুরির কারণে খেলতে পারবে না বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মোমিনুল হক। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে গাজী গ্রুপ চট্টগ্রামের হয়ে খেলেছিলেন মামুনুল হক। টুর্নামেন্টের মাঝপথে ইনজুরিতে পড়ার কারণে দলে একজন ফাস্ট বোলার ষকে অন্তর্ভুক্ত করেছে গাজী গ্রুপ চট্টগ্রাম।
মুমিনুল হকের পরিবর্তে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলের ফাস্ট বোলার রুহুল মিয়াকে দলে নিয়েছে গাজী গ্রুপ চট্টগ্রাম। এর আগে মাত্র একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন রুহুল মিয়া। এছাড়া ঘরোয়া ক্রিকেট লীগে ৪টি ফাস্ট-ক্লাস ম্যাচ এবং তিনটি লিস্ট-এ ম্যাচ খেলেছেন রুহুল মিয়া।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের এখন পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে গাজী গ্রুপ চট্টগ্রাম। চার ম্যাচের মধ্যে চারটিতে জয়লাভ করে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে তারা। দলের অধিনায়ক মোহাম্মদ মিথুন সহ এই দলে রয়েছেন সৌম্য সরকার, লিটন দাস, মোস্তাফিজুর রহমান এবং শরিফুল ইসলাম।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় সবার উপরে রয়েছেন লিটন দাস এবং সর্বোচ্চ উইকেট তালিকায় সবার উপরে রয়েছেন মুস্তাফিজুর রহমান।