গতবছর ফিক্সিংয়ের প্রস্তাব গোপন রাখা কারণে এক বছরের জন্য সকল ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েন সাকিব আল হাসান। নিষেধাজ্ঞা কাটিয়ে বর্তমানে মাঠে ফিরছেন সাকিব আল হাসান।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে জেমকন খুলনা দলের হয়ে খেলছেন সাকিব আল হাসান। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে পূর্ণাঙ্গ সিরিজে মাঠে নামবে সাকিব আল হাসান। সেইসাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে ফিরছেন সাকিব আল হাসান।
নিয়ম অনুযায়ী বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামলেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে চলে আসবেন সাকিব। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপেরেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান এমনটাই বলেছেন। বর্তমানে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলছেন সাকিব আল হাসান।
ব্যাট হাতে নিজেকে সেভাবে মেলে ধরতে না পারলে ও বল হাতে প্রতি ম্যাচেই দুর্দান্ত করছেন সাকিব আল হাসান। তবে আকরাম খানের বিশ্বাস খুব তাড়াতাড়ি ফর্মে ফিরবেন সাকিব আল হাসান। গতকাল সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, ‘স্বাভাবিকভাবে সবার ক্ষেত্রে যা হয় তাই হবে। যখনই সে বাংলাদেশের হয়ে খেলবে তখনই সে চুক্তিতে চলে আসবে”।
“যেটা স্বাভাবিকভাবে সবার ক্ষেত্রে যা হয় আরকি। এটা সবার জন্যই অনেক কঠিন এতদিন পর মাঠে ফিরে পারফরম্যান্স করা। সাকিব অনেক ভালমানের ক্রিকেটাররা এটা আমরা সবাই জানি। তার ফর্মে ফিরতে বেশি সময় লাগবে না। যেহেতু টি-টোয়েন্টি ফরম্যাট মানিয়ে নেয়ার সময়টা একটু কম। ঠিকই সে জায়গা মতো পারফর্ম করবে।’