বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের টানা দ্বিতীয় জয় তুলে নিল বেক্সিমকো ঢাকা। আজ মিনিস্টার গ্রুপ রাজশাহী বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৫ রান সংগ্রহ করে বেক্সিমকো ঢাকা। জবাবে ব্যাট করতে নেমে ১৫০ রান সংগ্রহ করে মিনিস্টার গ্রপ রাজশাহি।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের আজকের দিনের দ্বিতীয় ম্যাচে ওপেনিং জুটি পরিবর্তন করেও ফল পেল না বেক্সিমকো ঢাকা। এই দিনে টসে হেরে ব্যাট করতে নেমে দলীয় তিন রানের মাথায় নাঈম হাসানের উইকেট হারায় বেক্সিমকো ঢাকা।
প্রথম ওভারেই উইকেট তুলে নেন মেহেদী হাসান। এরপর আরাফাত সানির প্রথম শিকার হয়ে ৯ রান করেই প্যাভিলিয়নে ফেরেন আরেক ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। ২ রান করে মুগ্ধর বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন তানজিদ হাসান তামিম। ব্যাট হাতে কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন মুশফিকুর রহিম।
২৯ বলে তিন টিচার এবং একটি ছক্কার সাহায্যে ৩৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন মুশফিকুর রহিম। তবে এদিন বিধ্বংসী রূপে ব্যাট করেছেন ইয়াসির আলী রাব্বি এবং আকবর আলি।
৩৯ বলে ৯ টিচার এবং একটি ছক্কার সাহায্যে ৬৭ রান করে ফরহাদ রেজার বলে আউট হন ইয়াসির আলী। অন্যপ্রান্তে ২৩ বলে তিন টিচার এবং ২টি ছক্কা সাহায্যে ৪৫ রান করে অপরাজিত থাকেন আকবর আলি।
১৭৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই নাজমুল হোসেন শান্ত এবং আনিসুর রহমান ইমনের উইকেট হারায় রাজশাহী। ৫ রান করা নাজমুল হোসেন শান্ত উইকেট তুলে নেন রবিউল ইসলাম রবি ও ৬ রান করা আনিসুর রহমান ইমনের উইকেট তুলে নেন রুবেল হোসেন।
তবে দল আরো বিপদে পড়ে যখন দলীয় ১৫ রানের মাথায় মাত্র ১ রান করে প্যাভিলিয়নে ফেরেন মোহাম্মদ আশরাফুল। ১৫ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে বিপদে পড়া রাজশাহীতে টেনে তোলে ফজলে মাহমুদ এবং রনি তালুকদার।
৬৭ রানের পার্টনারশিপ গড়ে তোলেন এই দুইজন। এই দুইজনের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ ভাঙ্গার মুক্তার আলী। বল হাতে ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মুক্তার আলী। ২৪ বলে একটি চার এবং তিনটি ছক্কায় সাহায্যে ৪৪ রান করে আউট হন রনি তালুকদার।
এছাড়াও ৪০ বলে ৫ টি চার এবং তিনটি ছক্কার সাহায্যে ৫৬ রান করেন ফজলে মাহমুদ। ১৪ রান করা ফরহাদ রেজাকে আউট করে নিজেদের চতুর্থ উইকেট তুলে নেন মুক্তার আলী। এছাড়াও শফিকুল ইসলাম নিয়েছেন তিনটি উইকেট। রুবেল হোসেন নিয়েছেন দুটি উইকেট।
বেক্সিমকো ঢাকা একাদশ : মুশফিকুর রহীম (অধিনায়ক, উইকেটরক্ষক), মোহাম্মদ নাইম শেখ, তানজিদ হাসান তামিম, আকবর আলী, নাইম হাসান, মুক্তার আলি, রুবেল হোসেন, রবিউল ইসলাম রবি, ইয়াসির আলি রাব্বি, শফিকুল ইসলাম ও নাসুম আহমেদ।
মিনিস্টার গ্রুপ রাজশাহী একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), আনিসুল ইমন, রনি তালুকদার, ফজলে মাহমুদ, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মোহাম্মদ আশরাফুল, ফরহাদ রেজা, আরাফাত সানি, শেখ মেহেদি হাসান, এবাদত হোসেন, মুকিদুল ইসলাম মুগ্ধ।