বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে আজও ৪৮ রানে ম্যাচ হেরেছে তামিম ইকবালের দল ফরচুন বরিশাল। টুর্ণামেন্টে এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচে জয়লাভ করেছে বরিশাল। দলের হয়ে একমাত্র তামিম ইকবাল ছাড়া আর কেউই রান করতে পারছে না। যে ম্যাচে ৭৭ করেছিলেন সেই ম্যাচই জিতেছি বরিশাল। তাইতো শেষ ম্যাচে দলকে জয়ে ফেরাতে সতীর্থদের এগিয়ে আসার ডাক দিলেন তামিম।
ম্যাচ হারের পর শুক্রবার তিনি বলেন, ‘এভাবে হারাটা কখনই ভালো কোন অনুভূতি না। আপনি যখন জিতবেন না তখন দোষারোপ করাটা সহজ। এই পরিস্থিতিতে আগেও বলেছি আমি মনে করি তারা সবাই খুবই ভালো খেলোয়াড়। শুধুমাত্র দল হিসেবে আমরা ভালো পারফর্ম করতে পারছি না।’
তিনি বলেন,‘ ‘আমরা ভালো শুরুর পথ হারাচ্ছি । সর্বশেষ পাঁচ ম্যাচেই ঘটেছে। সবকিছুর জন্য আপনি দু-তিনজনকে দোষারোপ করতে পারবেন না। কাউকে না কাউকে এগিয়ে আসতে হবে। আপনি অন্য দলগুলোর দিকে দেখুন তারা প্রথম ম্যাচ থেকেই ভালো খেলছে। আমি মনে করি আমাদের দলে এই জিনিসটার অভাব রয়েছে।’
‘আফিফ, ইরফানরা জ্বলে উঠতে পারছে না। টুর্নামেন্ট শুরুর আগে আমি বলেছিলাম আমাদের স্কোয়াডে কিছুটা লিমিটেশন আছে। কিন্তু ম্যাচ জিততে আমাদের যে ধরনের খেলোয়াড় আছে তাদের প্রত্যাশার থেকে বেশি ভালো করতে হবে। দুর্ভাগ্যক্রমে এই মুহূর্তে আমরা তেমনটা খেলতে পারছি না।’