বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট নিজেদের তৃতীয় জয় তুলে নিল জেমকন খুলনা। আজ বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্রথম ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার জাকির হাসানের অর্ধশতকে ভর করে খুলনা নির্ধারিত ২০ ওভারে সংগ্রহ করে ১৭৩ রান।
জবাবে ব্যাট করতে নেমে ১০ উইকেটে ১২৫ রান সংগ্রহ করে ফরচুন বরিশাল। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে গেল জেমকন খুলনা। পয়েন্ট টেবিলের প্রথম স্থানে রয়েছে গাজী গ্রুপ চট্টগ্রাম।
টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। বড় পরিবর্তন এনে খুলনা ইনিংস উদ্বোধনে পাঠায় জাকির হানার ও জহুরুল ইসলাম অমিকে। শুরুতেই তাদের চেপে ধরেন আবু জায়েদ রাহি ও তাসকিন আহমেদ।
তাসকিনের বলে বোল্ড হয়ে সাজঘরের পথ ধরেন জহুরুল। ফেরার আগে করেন ১০ বলে ২ রান। দ্বিতীয় উইকেটে হাত খুলে খেলতে থাকেন ইমরুল কায়েস ও জাকির। টুর্নামেন্টে প্রথম সুযোগ পেয়েই অর্ধশতক হাঁকান জাকির। ৩৩ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
এই দুইজনের ব্যাটে দারুণ গতিতে এগিয়ে যেতে থাকে জেমকন খুলনা। সেই সময়ে ইমরুলকে শিকার করে বরিশালের উদযাপনের উপলক্ষ এনে দেন কামরুল ইসলাম রাব্বি। দ্বিতীয় স্পেলে এসে দুর্দান্ত খেলতে থাকা জাকিরকে শিকার করেন তাসকিন।
৩৪ বলে ৩৭ রান করে তামিমের তালুবন্দী হন ইমরুল। তার ইনিংসে ছিল ২টি চার ও একটি ছয়। দৃষ্টিনন্দন সব শটে জাকির করেন ৪২ বলে ৬৩ রান। তার ইনিংসটি সাজানো ছিল ১০ চার দিয়ে।
সাকিব আল হাসান ভালো শুরু করলেও তা ধরে রাখতে ব্যর্থ হন। তানভীর ইসলামের বলে সীমানার কাছে তৌহিদ হৃদয়ের তালুবন্দী হয়ে প্যাভিলিয়নে ফেরেন সাকিব। তিনি ২ চারে করেন ১০ বলে ১২ রান।
শেষ দিকে অধিনায়ক রিয়াদের ১৪ বলে ২৪ রানে খুলনা পেয়ে যায় ১৭৩ রানের সংগ্রহ। ১ বলে ৬ রানে আরিফুল হক ও ২ বলে ৫ রানে শুভাগত হোম অপরাজিত থাকেন।
আজকেও শুরুতে দুর্দান্ত বোলিং করেন বরিশালের পেসার তাসকিন। কিন্তু শেষটা রাঙাতে পারেননি তিনি। ৪৩ রানের খরচায় নেন ২টি উইকেট। শেষ ওভারে ২টি সহ মোট ৩টি উইতেট পান রাব্বি।
১৭৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালই করেছিল দুই ব্যাটসম্যান তামিম ইকবাল এবং পারভেজ হোসেন ইমন। তবে দলীয় ৫৭ থেকে ৬০ রানের মাথায় হঠাৎ করে ছন্দপতন হয় বরিশালের। দলীয় অষ্টম ওভারে জোড়া ক্রিকেট তুলে নেন শুভাগত হোম।
২৬ বলে ১৯ রান করে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন পারভেজ হোসেন ইমন। ১ রান পরেই প্যাভিলিয়নে ফেরেন তামিম ইকবাল। ২১ বলে চারটি চার এবং একটি ছক্কায় সাহায্যে ৩২ রান করে আউট হন তামিম ইকবাল।
পরের ওভারেই রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন আফিফ হোসেন। দলীয় ৬০ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে বড় ধরনের চাপে পড়ে ফরচুন বরিশাল। পরবর্তীতে এই চাপ আর সামলে উঠতে পারেনি বরিশাল। সাকিব আল হাসানের প্রথম শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন ইরফান শুক্কুর (১৯)।
দলীয় ১২১ রানের মাথায় মাহিদুল ইসলাম অংকনের (১০) উইকেট তুলে নেন আল-আমিন হোসেন। পরের ওভারে জোড়া উইকেট তুলে নেন হাসান মাহমুদ। ২৭ বলে দুই টিচার এবং একটি ছক্কার সাহায্যে ৩৩ রান করা তৌহিদ হৃদয়কে প্যাভিলিয়নে ফেরান হাসান মাহমুদ। তাসকিন আহমেদকে শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন তিনি।
১৮ রান করে হাসান মাহমুদ এবং শুভাগত হোম দুটি করে উইকেট লাভ করেন।
ফরচুন বরিশাল: তামিম ইকবাল (অধিনায়ক), মাহমুদুল ইসলাম অঙ্কন, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন ধ্রুব, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তানভির ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, আবু জায়েদ রাহী।
জেমকন খুলনা: জাকির হাসান, সাকিব আল হাসান, জহুরুল ইসলাম অমি, ইমরুল কায়েস, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), আরিফুল হক, শামিম হোসেন পাটোয়ারি, শুভাগত হোম, শহিদুল ইসলাম, হাসান মাহমুদ, আল-আমিন হোসেন।