বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের আগামীকালের (শুক্রবার) দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে বেক্সিমকো ঢাকা বনাম মিনিস্টার গ্রুপ রাজশাহী। টুর্ণামেন্টে এখন পর্যন্ত দুই ম্যাচে জয়লাভ করে পয়েন্ট টেবিল দ্বিতীয় স্থানে রয়েছে মিনিস্টার গ্রুপ রাজশাহী।
অন্যদিকে টুর্নামেন্টের টানা তিন ম্যাচ হারের পর চতুর্থ ম্যাচে জয়লাভ করেছে বেক্সিমকো ঢাকা। টুর্ণামেন্টে টিকে থাকতে হলে পরবর্তী ম্যাচ গুলি অনেক গুরুত্বপূর্ণ মুশফিকুর রহিমের দলের। বাংলাদেশ সময় আগামীকাল বিকাল ৫ টায় মুখোমুখি হবে দুই দল।
বাংলাদেশ বনাম কাতারের মধ্যকার বিশ্বকাপ ফুটবল ম্যাচের বাছাইপর্বের কারণে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের ম্যাচ এগিয়ে এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাই সন্ধ্যা ৭ টার পরিবর্তে ২ ঘণ্টা আগে ৫ টায় মুখোমুখি হবে দুই দল।
বেক্সিমকো ঢাকার সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, মুশফিকুর রহিম (অধিনায়ক), ইয়াসির আলী রাব্বি, আকবর আলী, মুক্তার আলী, রবিউল ইসলাম রবি, নাঈম হাসান, নাসুম আহমেদ, রুবেল হোসেন ও শফিকুল ইসলাম।
মিনিস্টার গ্রুপ রাজশাহীর সম্ভাব্য একাদশ: মোহাম্মদ আশরাফুল, ফরহাদ রেজা, আরাফাত সানি, ফজলে মাহমুদ, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), রনি তালুকদার, আনিসুল ইসলাম ইমন, ইবাদত হোসেন, শেখ মেহেদী হাসান, মুকিদুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক)।