বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে মাশরাফিকে নিয়ে কাড়াকাড়ি। লটারি মাধ্যমিকে নির্ধারিত হবে মাশরাফি বিন মুর্তজার দল

ইনজুরির কারণে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে পারছেন না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সর্বকালের সেরা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তবে মাশরাফির জন্য বিশেষ শর্ত রেখেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ইনজুরি থেকে ফিরলে কোন দল চাইলে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে পারবেন মাশরাফি।

গত বেশ কয়েকদিন হয়েছে মাঠে ফিরছেন মাশরাফি বিন মুর্তজা। তবে এবার বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের দল পেতে যাচ্ছেন মাশরাফি। মাশরাফি বিন মুর্তজাকে দলে নিতে আগ্রহ দেখিয়েছে জেমকন খুলনা। আজ এটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জেমকন খুলনার ম্যানেজার নাফিস ইকবাল।

জেমকন খুলনার ম্যানেজার নাফিস ইকবাল বলেছেন, ‘মাশরাফি এমন একটা নাম, এমন একটা খেলোয়াড় যাকে সবাই নিতে চাবে। আমরাও আগ্রহ দেখিয়েছি। এখানে ব্যাপার হলো যে ওর এভেইভিলিটি, বোর্ড থেকেও আলাদা ফিডব্যাক নিতে হবে যে ও কি অবস্থায় আছে, ওর ফিটনেস কি অবস্থায় আছে।’

তবে মাশরাফি বিন মুর্তজাকে প্রতি আগ্রহ দেখিয়েছে আরো একটি ফ্র্যাঞ্চাইজি। তামিম ইকবালের দল ফরচুন বরিশাল পেতে চাই মাশরাফি বিন মুর্তজাকে। সেই কারণে মাশরাফি বিন মোর্তজার ভাগ্য নির্ধারণ হবে লটারির মাধ্যমে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক এমনটাই বলেছেন।

তিনি বলেছিলেন, ‘মাশরাফির ব্যাপারে একটা চিন্তা আছে। ওর হ্যামস্ট্রিং ইনজুরি আছে। আশা করছি ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে ওকে পাওয়া যাবে। তখন যেকোন দল চাইলে ওকে দেওয়া যাবে এবং আমি আশা করছি খুব তাড়াতাড়ি ও খেলার মধ্যে ফিরে আসবে।’

সাধারণভাবে প্রতিটি স্কোয়াড ১৬ সদস্যের। যখন স্কোয়াডের কোন সদস্য ইনজুরিতে পরবেন, তখনই শুধুমাত্র অন্য আরেকজনকে বাইরে থেকে দলে টানার সুযোগ রয়েছে। মাশরাফীর ক্ষেত্রে নিয়মের ব্যতিক্রম রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।





কোন ফ্র্যাঞ্চাইজি চাইলে এবং মাশরাফী বিন মোর্ত্তজা আগ্রহী থাকলে, স্কোয়াডে ইনজুরির সমস্যা না থাকলেও মাশরাফীকে নেয়া যাবে, তখন ওই ফ্র্যাঞ্চাইজির সদস্য সংখ্যা হবে ১৭। অন্যদিকে গুঞ্জন উঠেছে মুমিনুল হকের পরিবর্তে গাজী গ্রুপ চট্টগ্রামে দেখা যেতে পারে মাশরাফি বিন মুর্তজাকে।