বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের আগামীকালকে দুটি ম্যাচে সময়সূচি পরিবর্তন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগের সূচি অনুযায়ী শুক্রবার এর পথম খেলা শুরু হওয়ার কথা ছিল দুপুর ২:০০ টায়। এবং দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সন্ধ্যা ৭:০০টায়।
কিন্তু বাংলাদেশ বনাম কাতারের মধ্যকার ফুটবল বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচের কারণে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের সময়সূচী পরিবর্তন করতে হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। বাংলাদেশ জাতীয় ফুটবল দল বিশ্বকাপ বাছাইপর্বর ম্যাচে কাতারের মুখোমুখি হবে শুক্রবার।
বাংলাদেশ সময় রাত ১০টায়। খেলাটি সরাসরি দেখানো হবে টি-স্পোর্টস চ্যানেলে। একই চ্যানেল দেখাচ্ছে বঙ্গবন্ধু টি২০ কাপ। আগের সূচী অনুযায়ী শুক্রবারের দ্বিতীয় খেলা সন্ধ্যা ৭টায় শুরু হলে তা শেষ হতে হতে ১১টা পর্যন্ত বেজে যেতে পারত। তাহলে বাংলাদেশ-কাতার ম্যাচের প্রথমার্ধ দেখাতে পারত না টি স্পোর্টস।
চ্যানেলেটি থেকে তাই বিসিবির কাছে অনুরোধ করা হয়, এই শুক্রবারের ম্যাচ শুরুর টাইমিং এগিয়ে আনার জন্য। তাতে সাড়া দিয়েছে বিসিবি। শুক্রবার বরিশাল-খুলনার প্রথম ম্যাচ শুরু হবে দুপুর ১২টায়। ঢাকা-রাজশাহীর দ্বিতীয় ম্যাচ শুরু হবে বিকেল ৫টায়।