বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের পয়েন্ট টেবিলের শীর্ষে গাজী গ্রুপ চট্টগ্রাম। দেখে নিন সর্বশেষ পয়েন্ট টেবিল।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের চতুর্থ পর্বের খেলা শেষ হয়েছে গতকাল। চতুর্থ পর্বের খেলা শেষে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে মোহাম্মদ মিঠুনের দল গাজী গ্রুপ চট্টগ্রাম। টুর্ণামেন্টে এখন পর্যন্ত অপরাজিত রয়েছে তার দল।

অন্যদিকে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে মুশফিকুর রহিমের দল বেক্সিমকো ঢাকা। টানা তিন ম্যাচ হারের পর গতকাল জয়লাভ করেছে বেক্সিমকো ঢাকা। আসুন দেখে নেই বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের সর্বশেষ পয়েন্ট টেবিল ( ৩ ডিসেম্বর)

১। গাজী গ্রুপ চট্টগ্রাম : বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে গাজী গ্রুপ চট্টগ্রাম। দলের অধিনায়ক মোহাম্মদ মিঠুনের হাত ধরে চার ম্যাচের মধ্যে চারটিতে জয়লাভ করেছে গাজী গ্রুপ চট্টগ্রাম। টুর্ণামেন্টে দুর্দান্ত ফর্মে রয়েছে লিটন দাস এবং সৌম্য সরকার।

ইতিমধ্যেই চার ম্যাচে ২০০ রান সংগ্রহ করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক লিটন দাস। অন্যদিকে ৪ ম্যাচে ১২ উইকেট নিয়ে উইকেট সংগ্রহের তালিকায় সবার ওপরে রয়েছে গাজী গ্রুপ চট্টগ্রামের ফাস্ট বোলার মোস্তাফিজুর রহমান। এছাড়াও বল হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন শরিফুল ইসলাম।

২। মিনিস্টার গ্রুপ রাজশাহী : পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে নাজমুল হোসেন শান্তর দল মিনিস্টার গ্রুপ রাজশাহী। টুর্ণামেন্টে এখন পর্যন্ত চার ম্যাচের মধ্যে দুই ম্যাচে জয়লাভ করেছে মিনিস্টার গ্রপ রাজশাহী। দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার মোহাম্মদ সাইফুদ্দিন রয়েছে ইনজুরিতে।





৩। জেমকন খুলনা : বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের সবচেয়ে তারকাখচিত দল জেমকন খুলনা। জেমকন খুলনা দলে রয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাকিব আল হাসান।

তবে টুর্নামেন্টের শুরুটা তেমন একটি ভালো শুরু করতে পারেনি মাহমুদুল্লাহ রিয়াদের দল। টুর্ণামেন্টে এখন পর্যন্ত চার ম্যাচের মধ্যে দুই ম্যাচে জয়লাভ করেছে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে জেমকন খুলনা।

৪। ফরচুন বরিশাল : বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের পয়েন্ট টেবিলের সুবিধাজনক স্থানে নেই তামিম ইকবালের দল ফরচুন বরিশাল। অবশ্য ব্যাট হাতে দারুণ ফর্মে রয়েছে অধিনায়ক তামিম ইকবাল।

দলের বেশ কয়েকজন প্রতিভাবান পারফর্মার থাকলেও টুর্নামেন্টের এখনো তেমন কিছু করে দেখাতে পারেননি তারা। টুর্ণামেন্টে এখন পর্যন্ত চার ম্যাচের মধ্যে ১ ম্যাচে জয়লাভ করেছে তামিম-তাসকিনের দল বরিশাল।





৫। বেক্সিমকো ঢাকা : বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল বেক্সিমকো ঢাকা। কিন্তু টুর্নামেন্টের প্রথম জয় দেখতে তাদের অপেক্ষা করতে হয়েছে চারটি ম্যাচে। তাইতো পয়েন্ট টেবিলের সবার তলানীতে অবস্থান করছে বেক্সিমকো ঢাকা। যদি এখনও তাদের সুযোগ আছে পয়েন্ট টেবিলের শীর্ষে চারের মধ্যে থাকার। টুর্ণামেন্টে এখন পর্যন্ত চার ম্যাচের মধ্যে ১ ম্যাচে জয়লাভ করেছে বেক্সিমকো ঢাকা।