বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের ব্যাট হাতে আলো ছড়াচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের ওপেনার ব্যাটসম্যান লিটন দাস। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টই তিনি খেলছেন গাজী গ্রুপ চট্টগ্রামের হয়ে। ইতিমধ্যে এই টুর্নামেন্টের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন লিটন দাস।
৪ ইনিংসে ১২৭ স্ট্রাইক রেট ২০০ রান নিয়ে এই টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক লিটন দাস। গতকাল বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের নবম ম্যাচে মিনিস্টার গ্রুপ রাজশাহীর বিপক্ষে ৭৮ রানের অপরাজিত ইনিংস খেলেছেন লিটন দাস। লিটন দাসের এই দুর্দান্ত ব্যাটিংয়ে তাকে অভিনন্দন জানিয়েছেন বেক্সিমকো ঢাকা দলের অধিনায়ক মুশফিকুর রহিম।
লিটনের এমন ইনিংস দেখে বেক্সিমকো ঢাকা অধিনায়ক মুশফিকুর রহিমের ফেসবুক স্ট্যাটাস, ‘ভাই, কী দুর্দান্ত ইনিংস! মিলিয়ন ডলার ম্যান! তোমার খেলা দেখতে দুর্দান্ত লাগে। এমন প্রতিভা এবং মানের ব্যাটসম্যান আমি কখনো দেখিনি। আশা করি এবং প্রার্থনা রইল, দেশের হয়েও তুমি এই ফর্ম ধরে রাখতে পারবে।’
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে গাজী গ্রুপ চট্টগ্রাম। এই টুর্নামেন্টের এখনো পর্যন্ত অপরাজিত রয়েছে লিটন দাসের দল। লিটন দাস ছাড়াও এই দলে রয়েছেন জাতীয় দলে আরো বেশ কয়েকজন ক্রিকেটার। দুর্দান্ত ফর্মে রয়েছেন সৌম্য সরকার, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।