লিটন দাসের টুর্নামেন্ট সেরা ইনিংসে রাজশাহীর বিপক্ষে রানের পাহাড় গড়েছে গাজী গ্রুপ চট্টগ্রাম।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের আজকের দিনের দ্বিতীয় ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৬ রান সংগ্রহ করেছে গাজী গ্রুপ চট্টগ্রাম। শুরুটা ভালোই করে দুই ওপেনার ব্যাটসম্যান লিটন দাস এবং সৌম্য সরকার।

ওপেনিং জুটিতে এই দুইজন যোগ করেন ৬২ রান। ২৫ বলে চারটি চার এবং দুটি ছক্কা সাহায্যে ৩৪ রান করে মাহিদুল ইসলাম মুগ্ধর বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন সৌম্য সরকার।

তবে এই দিনেও ব্যাট হতে ভালো কিছু করে দেখাতে পারেনি অধিনায়ক মোহাম্মদ মিঠুন। ১১ রান করে আনিসুল ইসলাম ইমনের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন মোহাম্মদ মিঠুন। এরপরে ১ রান করে প্যাভিলিয়নে ফেরেন শামসুর রহমান। অন্য প্রান্ত থেকে ৩৫ বলে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন লিটন দাস।

তবে আজ ব্যাট হাতে দারুন করেছেন মোসাদ্দেক হোসেন। লিটন দাসকে সাথে নিয়ে শেষ ওভার পর্যন্ত খেলেছেন তিনি। ২৮ বলে দুটি চার এবং দুটি ছক্কার সাহায্যে ৪২ রান করে প্যাভিলিয়নে ফেরেন মোসাদ্দেক হোসেন।

তবে অন্য প্রান্ত থেকে এই টুর্নামেন্টের সর্বোচ্চ রানের ইনিংস খেলেন লিটন দাস। ৫৩ বলে ৯ টিচার এবং একটি ছক্কায় সাহায্যে ৭৮ রান করে অপরাজিত থাকেন লিটন দাস।

২ দলেরই এটি চতুর্থ ম্যাচ। চট্টগ্রাম এর আগের তিন ম্যাচেই জয় পেয়েছে। ৬ পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে। অন্যদিকে, রাজশাহী এর আগের তিন ম্যাচের মধ্যে দুইটিতে জয় পেয়েছে ও একটিতে হেরেছে। পয়েন্ট টেবিলে তারা আছে দ্বিতীয় অবস্থানে।

গাজী গ্রুপ চট্টগ্রাম একাদশ: লিটন দাস (উইকেটরক্ষক), সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন (অধিনায়ক), শামসুর রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, সৈকত আলী, জিয়াউর রহমান, নাহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম।





মিনিস্টার গ্রুপ রাজশাহী একাদশ: মোহাম্মদ আশরাফুল, ফরহাদ রেজা, আরাফাত সানি, ফজলে মাহমুদ, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), রনি তালুকদার, আনিসুল ইসলাম ইমন, ইবাদত হোসেন, শেখ মেহেদী হাসান, মুকিদুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক)।