মুশফিকুর রহিম এবং ইয়াসির আলী দুর্দান্ত ব্যাটিংয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্রথম জয় তুলে নিল বেক্সিমকো ঢাকা

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে অবশেষে জয়ের দেখা পেয়েছে মুশফিকুর রহিমের দল বেক্সিমকো। আজ ফরচুন বরিশালকে ৭ উইকেটে হারিয়েছে বেক্সিমকো ঢাকা। আজকের দিনের প্রথম ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১০৮ রান সংগ্রহ করে ফরচুন বরিশাল। জবাবে ব্যাট করতে নেমে ইয়াসির আলী এবং মুশফিকুর রহিমের দুর্দান্ত ব্যাটিংয়ে ৭ বল হাতে রেখেই জয় তুলে নেয় ঢাকা।

টসে হেরে ব্যাটিং করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয় পড়েছে তামিম ইকবালের দল ফরচুন বরিশাল। ইনিংসের পঞ্চম ওভারে জোড়া উইকেট তুলে নেন রবিউল ইসলাম রবি। দলীয় ২৭ রানের মাথায় ১৪ বলে ৯ রান করে আউট হন সাইফ হাসান। পরের বলেই পারভেজ হোসেন ইমনকে আউট করে হ্যাটট্রিকের আশা জাগিয়ে তোলেন রবিউল ইসলাম রবি।

পরের ওভারে এসে আরেক টপ অর্ডার ব্যাটসম্যান আফিফ হোসেনের উইকেট তুলে নেন তিনি। ০ রানে প্যাভিলিয়নে ফেরেন আফিফ হোসেন। তবে এর পরেই তৌহিদ হৃদয়কে সাথে নিয়ে ৩৮ রানের ছোট একটি পার্টনারশিপ গড়ে তোলেন তামিম ইকবাল।

তবে আবারও ঢাকাকে উইকেট তুলে দেন রবিউল ইসলাম রবি। বরিশালের অধিনায়ক তামিম ইকবালের উইকেট তুলে নেন তিনি। ৩১ বলে ৩ টিচার এবং একটি ছক্কা সাহায্যে ৩১ রান করে প্যাভিলিয়নে ফেরেন তামিম ইকবাল। তামিমের পর মাত্র ৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন ইরফান শুক্কুর। উইকেট তুলে নেন নাঈম হাসান।

তামিমের মত ইনিংস বড় করতে ব্যর্থ হয়েছেন তৌহিদ হৃদয়ও। গলার কাঁটা হয়ে উঠতে থাকা দুই ব্যাটসম্যান তৌহিদ হৃদয় এবং মেহেদী হাসান মিরাজের উইকেট তুলে নেন শফিকুল ইসলাম।





৩৩ বলে ২ টিচার এবং একটি ছক্কার সাহায্যে ৩৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন তৌহিদ হৃদয় এবং ১২ রান করে প্যাভিলিয়নে ফেরেন মেহেদী হাসান মিরাজ।

২০ রানের বিনিময়ে ৪টি উইকেট তুলে নেন রবিউল ইসলাম রবি। ১০ রানে ২ উইকেট তুলে নেন শফিকুল ইসলাম। এছাড়াও নাঈম হাসান এবং রুবেল হোসেন তুলে নেন দুটি করে উইকেট।

১০৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই দুই রান আউটের কারণে পিছিয়ে পড়ে বেক্সিমকো ঢাকা। ২ রান করে রবিউল ইসলাম রবি এবং ১৩ রান করে রান আউট হন নাঈম শেখ। শুরুতেই চাপে পড়ে নিজেকে গুটিয়ে নেন অধিনায়ক মুশফিকুর রহিম।

অন্য প্রান্ত থেকে রানের খাতা সচল রাখেন তানজিদ হাসান তামিম। তবে দলীয় ৫৪ রানের মাথায় ২০ বলে দুটি চার এবং একটি ছক্কা সাহায্যে ২২ রান করে মেহেদী হাসান মিরাজের বলে প্যাভিলিয়নে ফেরেন তানজিদ হাসান তামিম। তবে এরপরের মুশফিকুর রহিমের সাথে জুটি বাঁধেন ইয়াসির আলী রাব্বি।

৩৪ বলে একটি চারের সাহায্যে ২৩ রান করে অপরাজিত থাকেন মুশফিকুর রহিম। অন্যপ্রান্তের ৩০ বলে তিনটি চার এবং ২ টি ছক্কা সাহায্যে ৪৪ রান করে অপরাজিত থাকেন ইয়াসির আলী রাব্বি। মেহেদী হাসান মিরাজ একটি উইকেট নেন।

বেক্সিমকো ঢাকা: তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, মুশফিকুর রহিম (অধিনায়ক), ইয়াসির আলী রাব্বি, আকবর আলী, মুক্তার আলী, রবিউল ইসলাম রবি, নাঈম হাসান, নাসুম আহমেদ, রুবেল হোসেন ও শফিকুল ইসলাম।





ফরচুন বরিশাল: তামিম ইকবাল (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, পারভেজ হোসেন ইমন, তৌহিদ হৃদয়, আফিফ হোসেন ধ্রুব, ইরফান শুক্কুর, সাইফ হাসান, আবু জায়েদ রাহি, তাসকিন আহমেদ, তানভির ইসলাম এবং কামরুল ইসলাম রাব্বি।