বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের আজকের দিনের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১০৮ রান সংগ্রহ করেছে ফরচুন বরিশাল। টসে হেরে ব্যাটিং করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয় পড়েছে তামিম ইকবালের দল ফরচুন বরিশাল।
ইনিংসের পঞ্চম ওভারে জোড়া উইকেট তুলে নেন রবিউল ইসলাম রবি। দলীয় ২৭ রানের মাথায় ১৪ বলে ৯ রান করে আউট হন সাইফ হাসান। পরের বলেই পারভেজ হোসেন ইমনকে আউট করে হ্যাটট্রিকের আশা জাগিয়ে তোলেন রবিউল ইসলাম রবি।
পরের ওভারে এসে আরেক টপ অর্ডার ব্যাটসম্যান আফিফ হোসেনের উইকেট তুলে নেন তিনি। ০ রানে প্যাভিলিয়নে ফেরেন আফিফ হোসেন। তবে এর পরেই তৌহিদ হৃদয়কে সাথে নিয়ে ৩৮ রানের ছোট একটি পার্টনারশিপ গড়ে তোলেন তামিম ইকবাল।
তবে আবারও ঢাকাকে উইকেট তুলে দেন রবিউল ইসলাম রবি। বরিশালের অধিনায়ক তামিম ইকবালের উইকেট তুলে নেন তিনি। ৩১ বলে ৩ টিচার এবং একটি ছক্কা সাহায্যে ৩১ রান করে প্যাভিলিয়নে ফেরেন তামিম ইকবাল। তামিমের পর মাত্র ৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন ইরফান শুক্কুর। উইকেট তুলে নেন নাঈম হাসান।
তামিমের মত ইনিংস বড় করতে ব্যর্থ হয়েছেন তৌহিদ হৃদয়ও। গলার কাঁটা হয়ে উঠতে থাকা দুই ব্যাটসম্যান তৌহিদ হৃদয় এবং মেহেদী হাসান মিরাজের উইকেট তুলে নেন শফিকুল ইসলাম।
৩৩ বলে ২ টিচার এবং একটি ছক্কার সাহায্যে ৩৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন তৌহিদ হৃদয় এবং ১২ রান করে প্যাভিলিয়নে ফেরেন মেহেদী হাসান মিরাজ। ২০ রানের বিনিময়ে ৪টি উইকেট তুলে নেন রবিউল ইসলাম রবি। ১০ রানে ২ উইকেট তুলে নেন শফিকুল ইসলাম। এছাড়াও নাঈম হাসান এবং রুবেল হোসেন তুলে নেন দুটি করে উইকেট।
আগের ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় হারলেও অপরিবর্তিত একাদশ নিয়েই আজ মাঠে নামছে ঢাকা। এর ফলে আজও একাদশের বাইরে থাকতে হচ্ছে সাব্বির রহমানকে। অন্যদিকে, একাধিক পরিবর্তন এসেছে বরিশাল একাদশে।
দলটির হয়ে আজ খেলা হচ্ছে না মাহিদুল ইসলাম অঙ্কন ও সুমন কানের। তাদেরকে একাদশের বাইরে রেখে ব্যাটসম্যান সাইফ হাসান ও স্পিনার তানভির ইসলামকে একাদশে নিয়েছে বরিশাল।
দু’দলের জন্যই আজকের ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। আসরে এখনো পর্যন্ত জয়ের দেখা পায়নি মুশফিকরা। টানা তিন হারে পয়েন্ট তালিকার তলানিতে অবস্থান ঢাকার। বিপরীতে তিন ম্যাচ থেকে ২ পয়েন্ট নিয়ে চতুর্থস্থানে অবস্থান করছে বরিশাল।
বেক্সিমকো ঢাকা: তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, মুশফিকুর রহিম (অধিনায়ক), ইয়াসির আলী রাব্বি, আকবর আলী, মুক্তার আলী, রবিউল ইসলাম রবি, নাঈম হাসান, নাসুম আহমেদ, রুবেল হোসেন ও শফিকুল ইসলাম।
ফরচুন বরিশাল: তামিম ইকবাল (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, পারভেজ হোসেন ইমন, তৌহিদ হৃদয়, আফিফ হোসেন ধ্রুব, ইরফান শুক্কুর, সাইফ হাসান, আবু জায়েদ রাহি, তাসকিন আহমেদ, তানভির ইসলাম এবং কামরুল ইসলাম রাব্বি।