শচীন টেন্ডুলকারকে পিছনে ফেলে বিশ্বের দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ১২ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন বিরাট কোহলি।

ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারের একের পর এক সব রেকর্ড ভেঙে দিচ্ছেন ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি। আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট হাতে আরো একটি রেকর্ড গড়েছেন বিরাট কোহলি।

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ওয়ানডেতে বিশ্বের দ্রুততম ক্রিকেটার হিসেবে ১২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন বিরাট কোহলি। ওয়ানডে ক্রিকেটে ১২ হাজার রান করতে বিরাট কোহলি খেলেছেন ২৪২ ইনিংস।

ওয়ানডেতে দ্রুততম ১২ হাজার রানের রেকর্ডটি এতদিন দখলে ছিল ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারের দখলে। ৩০০ ইনিংসে এই মাইলফলকে পা রেখেছিলেন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার।

আজ ২৩ রানের আগে আউট হলে অপেক্ষাটা বাড়তো কোহলির। কিন্তু ভারতীয় রানমেশিন সেই অপেক্ষা করতে চাইলেন না। শচিনের চেয়ে ৫৮ ইনিংস কম খেলেই ওয়ানডের ১২ হাজারি ক্লাবে ঢুকে গেলেন।





এই তালিকায় কোহলি-শচিনের পর তিন নম্বরে আছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। ৩১৪ ইনিংসে ওয়ানডের ১২ হাজার পূর্ণ করেছিলেন তিনি। সেরা পাঁচের বাকি দুইজনই লঙ্কান। ৩৩৬ ইনিংস লেগেছে শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা আর ৩৭৯ ইনিংসে ১২ হাজার করেন সনাৎ জয়সুরিয়া।