বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের আজ মুখোমুখি হচ্ছে তামিম ইকবালের দল ফরচুন বরিশাল বনাম মুশফিকুর রহিমের দল বেক্সিমকো ঢাকা। টুনামেন্টে তিন ম্যাচের মধ্যে এক ম্যাচে জয়লাভ করে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে তামিম ইকবালের দল ফরচুন বরিশাল।
অন্যদিকে টুর্ণামেন্টে এখনো পর্যন্ত জয়ের দেখা পায়নি মুশফিকুর রহিমের দল বেক্সিমকো ঢাকা। তিন ম্যাচের মধ্যে তিনটিতেই পরাজিত হয়েছে তারা। জয়ের খোঁজে আগামীকাল মাঠে নামবে মুশফিকুর রহিমের দল বেক্সিমকো ঢাকা।
অন্যদিকে পয়েন্ট টেবিলে ভালো অবস্থানে থাকতে হলে আজ জয়ের বিকল্প নেই ফরচুন বরিশালের সামনে। আজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১:৩০ মিনিটে। সরাসরি দেখা যাবে টি স্পোর্টস চ্যানেলে।
ফরচুন বরিশালের সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, মাহিদুল ইসলাম অঙ্কন, কামরুল ইসলাম রাব্বি, তাসকিন আহমেদ, সুমণ খান, আবু জাহিদ রাহি।
বেক্সিমকো ঢাকা সম্ভাব্য একাদশ : তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, ইয়াসির আলী রাব্বী, আকবর আলী, মুক্তার আলী, নাঈম হাসান, নাসুম আহমেদ, শফিকুল ইসলাম, রুবেল হোসেন