বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে আগামীকাল (২ ডিসেম্বর) মুখোমুখি হচ্ছে গাজী গ্রুপ চট্টগ্রাম বনাম মিনিস্টার গ্রুপ রাজশাহী। টুর্ণামেন্টে হ্যাটট্রিক জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে গাজী গ্রুপ চট্টগ্রাম। অন্যদিকে তিন ম্যাচের মধ্যে দুটিতে জয়লাভ করে পয়েন্ট টেবিলে দ্বিতীয় অবস্থানে রয়েছে গাজী গ্রুপ চট্টগ্রাম।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের দুর্দান্ত ফর্মে রয়েছে গাজী গ্রুপ চট্টগ্রাম। টুর্ণামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট সংগ্রাহক তাদের দলের ফাস্ট বোলার মোস্তাফিজুর রহমান।এছাড়াও দুর্দান্ত ফর্মে আছেন আরেক ফাস্ট বোলার শরিফুল ইসলাম।
ব্যাট হাতে টুর্ণামেন্টে ভালো রান পেয়েছেন লিটন দাস এবং সৌম্য সরকার। অন্যদিকে সাইফুদ্দিন কে ছাড়াও দুর্দান্ত খেলছে মিনিস্টার গ্রপ রাজশাহী। ম্যাচটি শুরু হবে আগামী কাল সন্ধ্যা ৬:৩০ মিনিটে।
চট্টগ্রামে সম্ভাব্য একাদশ: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সৌম্য সরকার, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, শামসুর রহমান, সৈকত আলী, জিয়াউর রহমান, নাহিদুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, সঞ্জিত সাহা।
রাজশাহীর সম্ভাব্য একাদশ: নাজমুল হোসেন শান্তা (অধিনায়ক), আনিসুল ইসলাম ইমন, রনি তালুকদার, মোহাম্মদ আশরাফুল, ফজলে মাহমুদ, নুরুল হাসান, মাহেদী হাসান, ফরহাদ রেজা, রেজাউর রহমান, মুকিদুল ইসলাম, এবাদত হোসেন।