খুব শীঘ্রই রাজশাহীর একাদশে ফিরছেন মোহাম্মদ সাইফুদ্দিন

দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার মোহাম্মদ সাইফুদ্দিনকে ছাড়াই টুর্নামেন্ট শুরু করেছে মিনিস্টার গ্রুপ রাজশাহী। টুর্নামেন্ট শুরুর আগের দিন হঠাৎ করেই ইনজুরিতে পড়েন অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। পরবর্তীতে জানা যায় বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্রথম তিনটি ম্যাচ খেলতে পারবেন না তিনি।

তবে মোহাম্মদ সাইফুদ্দিনকে ছাড়াই প্রথম তিন ম্যাচে ভালো পড়েছে মিনিস্টার গ্রুপ রাজশাহী। দুই ম্যাচে জয়লাভ করে ইতিমধ্যে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে মিনিস্টার গ্রুপ রাজশাহী।

তবে আর তাদের অপেক্ষা করতে হচ্ছে না। একাদশে ফিরছন তাদের গুরুত্বপূর্ণ ক্রিকেটার মোহাম্মদ সাইফুদ্দিন। যদিও তার জন্য আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে রাজশাহী কে।

মিনিস্টার রাজশাহীর কোচ সারোয়ার ইমরান আজ (মঙ্গলবার) জানান, তারা আশা করছে ৬ ডিসেম্বরের ম্যাচেই সাইফউদ্দিনকে পাওয়া যাবে। যদি সেটা না হয়, তবে ৮ ডিসেম্বর এই অলরাউন্ডারের মাঠে নামার সম্ভাবনা খুব বেশি। ইমরানের কথা, ‘আমরা চেষ্টা করছি ৬ তারিখের দিকে তাকে (সাইফউদ্দিন) খেলাতে। সম্ভবত ৬ তারিখে বা ৮ তারিখে সে হয়তো ম্যাচটা পাবে।’

এছাড়াও আশরাফুলের কাছ থেকে বড় ইনিংস দেখতে চান গ্রুপ রাজশাহী দলের প্রধান কোচ সারোয়ার ইমরান। আজ সাংবাদিকদের সাথে আলাপকালে রাজশাহীর প্রধান কোচ সরোয়ার ইমরান বলেন, ‘আশরাফুলের ব্যাডলাক ঠিক বলব না”।





“আশরাফুলের সিদ্ধান্তগুলো, আউটগুলো একটু দৃষ্টিকটু ছিল। তারপরেও আমি মনে করি আশরাফুল টেকনিক্যালি এবং ট্যাকটিক্যালি আগের অবস্থায় ফিরে আসছে। ওর একটা বড় স্কোরের অপেক্ষায় আছি আমরা।’