মোহাম্মদ আশরাফুলের কাছ থেকে বড় ইনিংসের অপেক্ষায় মিনিস্টার গ্রপ রাজশাহী

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে মিনিস্টার গ্রুপ রাজশাহী দলের হয়ে খেলছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। তবে প্রত্যাশা অনুযায়ী এখনো ভালো খেলতে পারেননি মোহাম্মদ আশরাফুল। টুর্নামেন্ট শুরু করেছিলেন ৬ রান দিয়ে।

দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে ছিলেন তিনি। ২৫ রানে অপরাজিত থেকে দলের জয়ে অবদান রাখেন মোহাম্মদ আশরাফুল। নিজের খেলা তৃতীয় ম্যাচে দুর্দান্ত শুরু করেছিলেন আশরাফুল। ছক্কা হাঁকিয়ে ইনিংস শুরু করলেও ভালো করতে পারি নি তিনি। তবে আশরাফুল যে দুই ম্যাচে আউট হয়েছেন সেই দুটি ছিল অনাকাঙ্ক্ষিত।

তাই আশরাফুলের কাছ থেকে বড় ইনিংস দেখতে চান গ্রুপ রাজশাহী দলের প্রধান কোচ সারোয়ার ইমরান। আজ সাংবাদিকদের সাথে আলাপকালে রাজশাহীর প্রধান কোচ সরোয়ার ইমরান বলেন, ‘আশরাফুলের ব্যাডলাক ঠিক বলব না”।

“আশরাফুলের সিদ্ধান্তগুলো, আউটগুলো একটু দৃষ্টিকটু ছিল। তারপরেও আমি মনে করি আশরাফুল টেকনিক্যালি এবং ট্যাকটিক্যালি আগের অবস্থায় ফিরে আসছে। ওর একটা বড় স্কোরের অপেক্ষায় আছি আমরা।’

আশরাফুলকে এখনো জাতীয় দলে দেখতে চান অনেক ক্রিকেট সমর্থক। কিছুদিন আগেও তিনি জানিয়েছিলেন একদিনের জন্য হলেও জাতীয় দলের জার্সি গায়ে দিতে চান তিনি। তবে সেই কাজটি করতে হলে বড় ধরনের পরীক্ষা দিতে হবে মোহাম্মদ আশরাফুলকে। সেটি আবার মনে করিয়ে দিলেন সারোয়ার ইমরান।





‘আমি আশাবাদী। গত আড়াই মাস আমরা এক সাথে কাজ করছি, ম্যাচ খেলছি। সেই হিসেবে আশরাফুল তো টেকনিক্যালি আগের জায়গায় ফেরত আসছে এবং ট্যাকটিক্যালি ও মানসিকভাবে কতদূর আগাতে পারবে এটার উপরই নির্ভর করবে ও আন্তর্জাতিক পর্যায়ে খেলতে পারবে কিনা। মেন্টালি স্ট্রং হতে হবে আরো। আর ফিজিক্যাল এবং ট্যাকটিক্যাল পার্টটাতে যদি সে আরো স্ট্রং হতে পারে তাহলে সে আন্তর্জাতিক পর্যায়ে খেলতে পারবে।’