“ছেলে, তোমার জন্মের আগ থেকে আমি আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি করছি” : আফগানিস্তানের ফাস্ট বোলারকে বললেন শহীদ আফ্রীদি

বিশ্ব ক্রিকেটে এক মহা তারকার নাম পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রীদি। লংকান প্রিমিয়ার লিগে গল গ্ল্যাডিয়েটরসের হয়ে খেলছেন শহীদ আফ্রিদি। ইতিমধ্যেই এই টুর্নামেন্টের ২০ বলে হাফ সেঞ্চুরি করেছেন শহীদ আফ্রীদি। গতকাল তার দল মুখোমুখি হয় ক্যান্ডি টাস্কারসের বিপক্ষে।

এই ম্যাচ শেষে বিতর্ক সৃষ্টি করেছেন শহীদ আফ্রীদি। আফগানিস্তানের তরুণ ফাস্ট বোলার নাভিন-উল হকের সাথে কথা কাটাকাটি হয় শহীদ আফ্রীদি। তেড়ে গিয়ে দম্ভ করে বলেন, ‘তোমার জন্মের আগ থেকে আমি সেঞ্চুরি করি।’ অবশ্য শহীদ আফ্রিদির এই কথাটা মোটেও মিথ্যা নয়।

তার জন্মের আগেই শাহিদ আফ্রিদি করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি। আফগানিস্তানের এই তরুণ ফাস্ট প্রদানের জন্য ১৯৯৯ সালে। তার জন্মের অনেক আগেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে আফ্রিদির।

শুধু সেঞ্চুরি নয় এর আগে তিনি ওয়ানডে ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ড করেছিলেন। এছাড়াও এর আগে একটি ওয়ানডে বিশ্বকাপে অভিষেক হয়েছে আফ্রিদির।

মূল ঘটনাটি ঘটেছে গতকাল লঙ্কান প্রিমিয়ার লিগে ক্যান্ডি টাস্কারস ও গল গ্ল্যাডিয়েটরস ম্যাচে। ১৮তম ওভারে নাভিনের চতুর্থ বলে বাউন্ডারি মারেন আমির। এর পরের বল অতিমাত্রায় বাউন্স দেন নাভিন। পরের বলও ডট হয়।

এর পর নাভিন দুকথা শুনিয়েও দিয়েছেন আমিরকে। শেষ ওভারেও দুজনের মধ্যে বাদানুবাদ হয়। দুজনের মধ্যে কথা কাটাকাটি চলেছে ম্যাচ শেষ হওয়ার পরও। এমন তর্কাতর্কির মধ্যে অন্যরা এসে নাভিনকে থামানোর চেষ্টা করলেও থামেননি আফগান পেসার।

এতে যেন প্রথম ঘটনা। এই পথে যখন দুই দল ম্যাচ শেষে লাইনে দাঁড়িয়ে হাত মেলাচ্ছিলেন, তখনই আফ্রিদি সতীর্থের সাহায্যে এগিয়ে আসেন। ক্ষুব্ধ আফ্রিদি নাভিনকে জিজ্ঞেস করেন, কী হয়েছে?





আফ্রিদির এমন রাগ ভালোভাবে নেননি নাভিন। তাই নাভিনও কিছু একটা বলে বসেন বুম বুমকে। এর কড়া জবাব দেন আফ্রিদি। তিনি বলেন, ‘ছেলে, তোমার জন্মের আগ থেকে আমি আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি করছি।’