বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের উড়ছে মোহাম্মদ মিঠুনের দল গাজী গ্রুপ চট্টগ্রাম। টুর্ণামেন্টে এখন পর্যন্ত অপরাজিত রয়েছে তারা। টানা তিন জয়ে শীর্ষস্থান ধরে রাখলো গাজী গ্রুপ চট্টগ্রাম। প্রথমে মুশফিকুর রহিমের বেক্সিমকো ঢাকা ম্যাচে সাকিব, মাহমুদুল্লাহর জেমকন খুলনা। গতকাল তারা হারিয়েছে তামিমের ফরচুন বরিশালকে।
প্রথম দুই ম্যাচ চট্টগ্রাম জিতেছিল রান তাড়া করে। এবার তারা আগে ব্যাট করে বরিশালকে ১৫২ রানের লক্ষ্য দেয়। বোলিংয়ের ধারাবাহিকতায় বরিশালকে ১৪১ রানে আটকে রাখে তারা। ১০ রানের জয়ে চট্টগ্রাম নিজেদের অবস্থান আরো শক্তিশালী করলো।
ম্যাচ জয়ে বল হাতে দারুণ অবদান রেখেছেন যুব বিশ্বকাপ জয়ী দলের ফাস্ট বোলার শরিফুল ইসলাম। চার ওভার বোলিং করে ২৭ রানের বিনিময়ে তুলে নিয়েছেন তিনটি উইকেট। যার কারণে এই ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন তিনি।
গতকালকের ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ এইচপি ক্রিকেট দলের প্রধান কোচ টবি র্যাডফোর্ড। গতকাল টুইটারে তিনি শরিফুল ইসলামের বোলিংয়ের দারুণ প্রশংসা করেছেন। টুইটারে তিনি বলেন “চমৎকার বোলিং করেছে বাংলাদেশ দলের তরুণ বাঁহাতি ফাস্ট বোলার শরিফুল ইসলাম। আরো একবার ম্যাচ-উইনিং পারফরম্যান্স”।