ব্যাটসম্যানদের ব্যাটিং ব্যর্থতায় গতকাল বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট গাজী গ্রুপ চট্টগ্রাম এর বিপক্ষে ১০ রানে হেরেছে তামিম ইকবালের দল ফরচুন বরিশাল। আগের ম্যাচে টুর্নামেন্ট সেরা ইনিংস খেলেছিলেন তামিম ইকবাল। গতকালকেও ব্যাট হাতে শুরুটা ভালই করেছিলেন তিনি।
তবে শুরুটা ভালো করতে পারলেও ৩২ রান করে আউট হয়েছেন তিনি। তাই দলের দাবি মেটাতে না পারায় নিজেই অনেক হতাশ হয়েছেন তামিম ইকবাল। ইনিংস বড় করতে না পারায় হতাশা প্রকাশ করেছেন ফরচুন বরিশালের অধিনায়ক। তামিমের মতে ২০-৩০ রানে আউট হওয়া পাপ করার মত।
ম্যাচ শেষে তামিম ইকবাল বলেন, ‘টি-টোয়েন্টিতে ২০-৩০ রানে আউট হওয়া পাপ করার মতো। আমরা যথেষ্ট বল খেলতে পারি, উইকেটের আচরণ যাচাই করতে পারি। আমি আর আফিফ যেহেতু উইকেটে অনেকক্ষণ থেকেছি, আমাদের অন্তত একজনের উচিৎ ছিল ম্যাচ শেষ করে আসা।’
গতকাল তামিমের মত বোকামি করেছেন আরেক ব্যাটসম্যান আফিফ হোসেন। ভালো শুরু করে তিনি শেষ পর্যন্ত উইকেটে টিকে থাকতে পারেনি। তামিম মনে করেন তার ও আফিফের আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন ছিল, ‘আমরা দুইজনই অভিজ্ঞ, আমাদের দায়িত্ব নেওয়া উচিত ছিল। উইকেট ব্যাটিংয়ের জন্য এত ভালো ছিল না। তবুও আমরা সেট হয়েছিলাম। এজন্য আমাদের একজনের শেষ পর্যন্ত থাকা উচিত ছিল।‘
“মূল বিষয় হলো আমরা খেলা উপভোগ করছি কি না, ফল বড় কথা নয়। প্রথম ম্যাচ অনেক রোমাঞ্চকর ছিল। পরের ম্যাচে ঘুরে দাঁড়িয়েছি। আজকে আবার হারলাম। আমরা এই ম্যাচ থেকে কিছু শিক্ষা নিতে পারি। কারণ জয় কখনোই অসম্ভব ছিল না। ওই দুই উইকেটই পার্থক্য গড়ে দিয়েছে। ওই সময়ে ভালো ব্যাট করলে ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে থাকতো।’